ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অবিশ্বাস্য জয়ের পর টিম হোটেলে যা করল কলকাতা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ , ১২:১৬ পিএম


loading/img

চলমান আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকাল রুদ্ধশ্বাস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শেষ ওভারে ২৯ রানের টার্গেটে টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে অবিশ্বাস্য জয় উপহার দেন ভারতীয় ব্যাটার রিঙ্কু সিং। এমন অবিশ্বাস্য জয়ের পর শাহরুখ খানের দল উল্লাসে মেতে উঠেছিল। 

বিজ্ঞাপন

টিম হোটেলেও উৎসব মুখর ছিল কেকেআরের। ম্যাচ শেষে দল হোটেলে পৌঁছানো মাত্রই আহমেদাবাদের হোটেলের কর্মী এবং হোটেলে থাকা কেকেআরের সদস্যরা নীতিশ রানাদের স্বাগত জানান। এমনকি দলের বাস হোটেলে পৌঁছানোর আগেই উৎসবের আয়োজন সেরে রাখা হয়। 

গোটা উৎসবের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক, ক্রিকেটপ্রেমীদের সঙ্গে শেয়ার করে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায়, কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত ক্রিকেটারদের নিয়ে হোটেলে ঢুকতেই করতালি দিয়ে তাদের স্বাগত জানানো হচ্ছে। হোটেলের উপরের দিক থেকে বেগুনি রঙের বেলুন হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়। এছাড়া দলের অন্যতম স্পন্সর সংস্থা থেকে বিশেষ কেক ও শ্যাম্পেন পাঠানো হয়। 

সকলে হোটেলে থাকা দলের সদস্যদের সঙ্গে একে একে হাত মেলান। একে অন্যকে জড়িয়ে ধরে একত্ব প্রকাশ করেন। গুজরাটের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক রিঙ্কু সিং হোটেলে ঢুকতেই উচ্ছ্বাসের ফেটে পড়েন সকলে। এরপর রিঙ্কুই কেক কেটে ম্যাচ জয়ের উদযাপন করেন। এসময় তার মাথায়, মুখে কেকের ক্রিম মাখিয়ে দেয়া হয়। 

সেই সাথে বাঁহাতি এই ব্যাটারকে শ্যাম্পেন দিয়ে প্রায় গোসল করিয়ে দেয়া হয়। দলের সদস্যদের ভালোবাসার অত্যাচার হাসি মুখেই সহ্য করেন রিঙ্কু। হোটেলের লবিতে একপ্রস্থ উৎসব পালনের পর নিজেদের ঘরে যান নাইটরা। এসময় কোচ পন্ডিতসহ কেকেআরের সাপোর্ট স্টাফরা এক ধারে দাঁড়িয়ে উপভোগ করেন সব কিছু।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |