• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় জয় লিজেন্ডস অব রূপগঞ্জের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২৩, ২২:১৫
প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় জয় লিজেন্ডস অব রূপগঞ্জের
ছবি- সংগৃহীত

প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়ে মাঠে ছেড়েছে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে ম্যাশদের বোলিং তোপে মাত্র ১২৮ রানেই থামে মিঠুনের প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

সোমবার (১০ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের হয়ে এদিন মাঠে নামলেও মাত্র ৫ রানে সাজঘরে ফিরে যান জাতীয় দলের উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিম। এদিন দলীয় সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন নাসির হোসেন। এ ছাড়া জাতীয় দলের আরেক মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২৮ রান। কিছুটা সাড়া জাগালেও ভালো করতে পারেননি আফগান ক্রিকেটার করিম জানাত। ২৬ বলে মাত্র ১৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও।

রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৩৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আব্দুল হালিম। এ ছাড়া মাশরাফী ও সোহাগ গাজী দুটি এবং চিরাগ জানি, রাজিবুল ইসলাম ও নাঈম ইসলাম জুনিয়র একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৪ দশমিক ৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। ব্যাট করতে নেমে ওপেনার মুনিম শাহরিয়ার ৭, পারভেজ ইমন ২২ ও সাব্বির রহমান ৮ রানে ফিরলেও মিডল অর্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ফারদিন হাসান ৪৭ এবং উইকেটরক্ষক ইরফান শুক্কুর খেলেন ৩৪ রানের ক্যামিও ইনিংস। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় তুলে নেয় মাশরাফীরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেন্যু পরিবর্তন করে ‘জালে’র কনসার্ট আজ
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ, কর্মস্থল ঢাকা 
নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা
নারী আম্পায়ারে আপত্তি, আসলে কী ঘটেছিল মোহামেডান বনাম প্রাইম ব্যাংক ম্যাচে?