বাংলাদেশ হকি ফেডারেশন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনি কার্যক্রম শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিএ)। উক্ত দুই ফেডারেশনের নির্বাচনের জন্য কমিশন গঠন করেছে এনএসসি। এই কমিশন সভা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে।
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এই তিনজন হলেন- জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক অর্থ, পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক ও জাতীয় ক্রীড়া পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা।
একইভাবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের জন্যও তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। তারা হলেন- জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-পরিচালক (ঢাকা) ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা।
বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ আগামী ৫ মে শেষ হবে। সবশেষ ২০১৯ সালের ২৯ এপ্রিল হকি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে অ্যাডহক কমিটি দিয়ে চলছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ অনির্বাচিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিল। তারই অংশ হিসেবে হকি ও ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনের হাওয়া বইছে।