• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিবসহ ৩ বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২৩, ১২:২৩
লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিবসহ ৩ বাংলাদেশি

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৩০ জুলাই। আসন্ন এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ রয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।

ওই তালিকায় বিদেশি খেলোয়াড়দের মধ্যে আরও আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।

এবারের এলপিএলের ড্রাফটে আগামী ১৫ মে পর্যন্ত নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। এরপর আগামী ৪ জুন নিবন্ধনে নাম লেখানো সব ক্রিকেটারদের নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে। এরপর ৩০ জুলাই থেকে কলম্বো ও ক্যান্ডির ভেন্যুতে অনুষ্ঠিত হবে লঙ্কান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ম্যাচগুলো।

এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলছেন, ‌‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর বিষয়ে আমরা বেশ রোমাঞ্চিত। টুর্নামেন্টটি মাঠ গড়াতে আমাদের তর সইছে না। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী।’

এবারের আসরে থাকছে মোট পাঁচটি দল। এগুলো হলো- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। আগের তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা কিংস।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো ইতালি
বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশিদের জন্য সুখবর
লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ বাংলাদেশি