আগের ম্যাচে ফখর জামানের সেঞ্চুরিতে নিজেদের ৫০০তম ওয়ানডে ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছিল পাকিস্তান। এবার দ্বিতীয় ম্যাচে আবারও বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ওপেনার। এতে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয়লাভ করল বাবর আজমের দল।
শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেলের ১২৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত সময়ে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। তবে ফখরের ১৪৪ বলে ১৮০ রানের হার না মানা ইনিংসে বড় টার্গেটকে মামুলি বানিয়ে ফেলে পাকিস্তান। ফলে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।
এদিন টস হেরে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে হারিস রউফের বলে কট বিহাইন্ড হয়ে ১৯ রান করে সাজঘরে ফিরে যান উইল ইয়াং। এরপর আরেক ওপেনার বাওয়েস ৫১ রান করে আউট হলে ক্রিজে আসেন কাপ্তান টম লাথাম। তৃতীয় উইকেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৫৯ বলে ১৮৩ রানের জুটি উপহার দেন মিচেল ও টম লাথাম।
এদিন ১০২ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি স্পর্শ করেন মিচেল। তবে ১২৯ রানের মাথায় তাকে বিদায় করেন তরুণ পেসার নাসিম। অন্যপ্রান্তে থাকা লাথাম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৮ রানে কাটা পড়েন। শেষ দিকে নিশাম ১৭ , চ্যাপম্যান ১, নিকোলাস ৬ করলে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৬ রানে থামে সফরকারীদের ইনিংস। বোলিংয়ে পাকিস্তানের হয়ে ৭৮ রানে ৪ উইকেট নেন রউফ। নাসিম শাহ ৪৯ রানের বিনিময়ে পান ১ উইকেট।
এরপর রান তাড়ায় পাকিস্তানকে আগের দিনের মতো ভালো শুরু এনে দেন ইমাম-উল-হক ও ফখর জামান জুটি। কিন্তু দশম ওভারে ৬৬ রানের মাথায় ইমামকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাট হেনরি। দ্বিতীয় উইকেটে ১২২ বলে ১৩৫ রানের জুটিতে স্বাগতিকদের টানেন ফখর ও বাবর।
পাকিস্তান অধিনায়ক ধীরলয়ে এগোলেও বোলারদের চাপে রাখেন ফখর। ম্যাজিক ফিগারে পৌঁছাতে খরচ করেন মোটে ৮৩ বল। অন্যদিকে, ব্যক্তিগত ফিফটির পর ইমামের মতো বেশিদূর যেতে পারেননি বাবর। ইশ সোধির দারুর এক ডেলিভারিতে বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার। ৬৬ বলে ৬৫ রান করেন বাবর।
এরপর আব্দুল্লাহ শফিক দ্রুত বিদায় নিলেও আর কোনো উইকেটের পতন হতে দেননি ফখর ও রিজওয়ান জুটি। ১৪৪ বলে ১৭টি চার ও ৬ ছক্কায় ১৮০ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন ফখর জামান। ফখরের দিনে পাশ্বনায়ক হয়ে বাবরের মতো রিজওয়ানও ফিফটি হাঁকালে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফখর জামান। আগামী বুধবার করাচিতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বর্তমানে ২-০ তে এগিয়ে আছে বাবর আজমরা।