ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

লা লিগায় এক ম্যাচ জয়ের অপেক্ষা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ মে ২০২৩ , ০৪:২৪ পিএম


loading/img

বার্সেলোনা শেষবার লা লিগার শিরোপা জিতেছিল ১৮-১৯ মৌসুমে। এরপর তিন মৌসুম পেরিয়ে গেলেও লিগ শিরোপার দেখা পায়নি। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা, দুইবার ইউরোপা লিগে গিয়েও ব্যর্থ। ফলে অনেক উত্থান পতনের সাক্ষী হতে হয়েছিল কাতালান ক্লাবটির। নিজেদের স্বাভাবিক খেলা খেলতেই যেন ভুলে গিয়েছিল স্প্যানিশ এ ক্লাবটি। 

বিজ্ঞাপন

এক সময় পুরো ইউরোপকে ব্যতিব্যস্ত রাখা ক্লাবটি কোচ বদল, নতুন নতুন খেলোয়াড়কে দলে ভিড়িয়ে নতুন কিছুই খুঁজছিল। মেসির বিদায়ের পর অবশেষে তিন মৌসুম পর আবারও শিরোপার ঠিক কাছে চলে গিয়েছে কাতালানরা। প্রয়োজন কেবল একটি জয়। হাতে আছে পাঁচ ম্যাচ। গতরাতে জর্দি আলবার ৮৬ মিনিটের গোলে ওসাসুনাকে ১-০ হলে হারিয়ে শিরোপার দিকে এক ধাপ এগিয়ে গিয়েছে বার্সেলোনা।

বার্সার শিরোপা জয়ের পথটি আরও সহজ করে দিয়েছে স্পেনে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী আরেক ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের সাথে ২-০ গোলের হার বার্সেলোনাকে যেন শিরোপার আরো কাছে নিয়ে গিয়েছে।

৩৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট যেখানে ৮২, সেখানে তাদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচের কেবল একটি ম্যাচে জিতলেই বার্সেলোনার পয়েন্ট হবে ৮৫। অবশিষ্ট ম্যাচের সবগুলো জিতলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হবে ৮৩। 

এছাড়া তিন নম্বরে অবস্থান করা অ্যাটলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট অর্জন করে রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সবগুলো ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৮৪। সেক্ষেত্রেও বার্সেলোনাকে পেছনে ফেলা যাচ্ছে না। 

বিজ্ঞাপন

এদিকে রিয়াল মাদ্রিদ আবারও পা হড়কালে দুই নম্বর অবস্থানও হাত হাতছাড়া হতে পারে। কেননা হাতে রাখা ম্যাচ জিতলেই দুইয়ে উঠে আসছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সেলোনার শেষ পাঁচ ম্যাচের প্রতিপক্ষ এসপানিওল, রিয়াল সোসিয়েদাদ, রিয়াল ভ্যালোদোলিদ, মায়োর্কা ও সেল্টা ভিগো। রিয়ালের শেষ পাঁচ ম্যাচের প্রতিপক্ষ গেটাফে, ভ্যালেন্সিয়া, রায়ো ভ্যালেকানো, সেভিয়া ও অ্যাথলেটিক ক্লাব। অ্যাটলেটিকোর শেষ ছয় ম্যাচ কাদিজ, এলচে, ওসাসুনা, এসপানিওল, রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়াল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |