ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ , ০৬:০৪ পিএম


loading/img
ছবি- ক্রিকইনফো

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লন্ডনের চেমসফোর্ডে সর্বশেষ দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডের বিমান ধরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। আগামী ৯ মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। তবে এবার এই সিরিজের খেলা সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, এই সিরিজের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনও সিরিজটি সম্প্রচারের দায়িত্ব নেয়নি বাংলাদেশি কোনো টিভি চ্যানেল।

বিজ্ঞাপন

সবশেষ গত বছর ওয়েস্ট-ইন্ডিজ সফরে টিভি সম্প্রচার নিয়ে জটিলতা দেখা গিয়েছিল। এবার ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত এই সিরিজকে ঘিরে এই জটিলতা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত বাংলাদেশি কোনো চ্যানেল সম্প্রচার স্বত্ব না কেনায় এবং কিনবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার কারণে এই শঙ্কা দেখা দিচ্ছে।

মূলত স্বাগতিক বোর্ডই খেলা সম্প্রচারের বিষয়টি তদারকি করে থাকে। আর এই সিরিজের আয়োজক যেহেতু আইরিশ ক্রিকেট বোর্ড, তাই তারাই বিষয়টি দেখভাল করছে।

বিজ্ঞাপন

এদিকে ২০২৬ সাল পর্যন্ত আইরিশদের হোম সিরিজের ব্রডকাস্টিং রাইটসের মালিক পিচ ইন্টারন্যাশনাল। তাই তাদের থেকেই বাংলাদেশি চ্যানেলগুলোকে সিরিজটির সম্প্রচার স্বত্ব কিনতে হবে। কিন্তু সম্প্রচার স্বত্ব সংক্রান্ত নানান শর্তে এখনও দুই পক্ষে মধ্যে বনিবনা হয়ে উঠেনি। তাই এখনও কোনো বাংলাদেশি চ্যানেলই এই সিরিজ সরাসরি সম্প্রচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। আর তাই টাইগার সমর্থকরা হয়তো টিভি পর্দায় এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন না।

এদিকে বাংলাদেশের যে দুটি চ্যানেল নিয়মিত খেলা দেখায়, তারা মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার করছে। বড় অঙ্কের টাকায় আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনেছে চ্যানেল দুটি, তাই আইরিশ সিরিজ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য দিতে পারেনি। বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তার ভাষ্য, এটা আয়ারল্যান্ডের বোর্ডের বিষয়। তারা প্রোডাকশন করবে, তারা বিক্রি করবে। এটা তাদের ব্যাপার।

বিজ্ঞাপন

মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে (শুক্রবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯ মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে শান্ত-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে।

বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এই সিরিজে তামিম ইকবালদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে।

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |