আফগানিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট শেষে টাইগারদের চোখ এখন সাদা বলের সিরিজে। ঘরের মাঠে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে তিন দিনের অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল।
চলমান এই ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। সৌম্য সরকার ছাড়াও এই তালিকায় রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। মূলত টাইগারদের প্রধান কোচ চাওয়াতেই এই দুই ক্রিকেটারকে ক্যাম্পে নেওয়া হয়েছে।
আইসিসির আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে অনেক ক্রিকেটারকেই বাজিয়ে দেখতে চাইছেন টাইগারদের কড়া এই হেড মাস্টার। এ কারণে শঙ্কার সঙ্গে প্রশ্নও উঠেছে, তবে কি সৌম্যর মতো রাব্বিও হাথুরুর পরিকল্পনায় রয়েছেন!
ঘরোয়া ক্রিকেটে আপাতত কোনো খেলা না থাকায় এতদিন নিজ থেকেই বোলিং অনুশীলন করছিলেন এই পেসার। যে কারণে বৃহস্পতিবার জিম সেশন শেষেই তাকে নেটে অনুশীলন করান লঙ্কান কোচ হাথুরু। এমনকি আগামী শনিবার (২৪ জুন) সকালেও তাকে অনুশীলনে ডাকা হয়েছে।
এর আগে, ২০১৬ সালে লঙ্কান এই কোচের অধীনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রাব্বির অভিষেক হয়েছিল। এরপর সাদা পোশাকে আরও ছয়টি ম্যাচ খেলেছেনে এই পেসার। সবশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন তিনি। এ ছাড়া ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ডাকা পেয়েছিলেন। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েন টাইগারদের এই পেসার।