টেস্ট দলের শ্রীলঙ্কা সফরের ফাঁকে মিরপুরে চলছে সাদা বলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প। যেখানে অংশ নিচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
শুক্রবার (২০ জুন) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। সম্প্রতি ডিপিএলে খেলা সাইফউদ্দিন এখন নিজেকে ফেরানোর মিশনে কাজ করছেন। আর এই ক্যাম্প যে অন্যবারের চেয়ে অনেক কঠিন হচ্ছে সেটাই জানালেন তিনি।
ক্যাম্প নিয়ে সাইফউদ্দিন বলেন, এমন কঠিন ক্যাম্প আমি আগে করিনি। শারীরিক এবং মানসিকভাবে খুব চ্যালেঞ্জিং। তবে এটিই দরকার ছিল।
চোট আর ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন সাইফউদ্দিন। তবে এবার নতুন উদ্যমে নিজেকে প্রমাণ করতে চান। ক্যাম্পে ব্যাটিং-বোলিং ছাড়াও ফিটনেস ও রিকভারি নিয়ে আলাদা মনোযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ফিল্ডিং, বোলিং, রানিং, জিম, ব্যাটিং, স্কিল সবকিছুই একদম সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুশীলন থাকে।
সাইফের ভাষায়, যারা এই মুহূর্তে জাতীয় দলে নেই, তাদের জন্য এটা বড় সুযোগ। নিজেকে প্রমাণ করার মতো একটা প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, প্রথমে কিছুটা কষ্ট হয়েছিল, তারপর আমরা মানিয়ে নিয়েছি। আমরা চট্টগ্রামে যাচ্ছি পঞ্চাশ ওভারের দুটো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। সামনে শ্রীলঙ্কায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ আছে। এই লক্ষ্যেই আমরা আজকে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রাম যাচ্ছি।
নিজের ফিটনেস নিয়ে সাইফউদ্দিন বলেন, সদ্য ডিপিএল শেষ করেছি। ১৪টা ম্যাচ খেলেছি। ফিট না থাকলে এতগুলো ম্যাচ খেলা সম্ভব হতো না। আমার লক্ষ্য থাকবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই নিজেকে উজাড় করে দেওয়া। সুযোগের অপেক্ষায় আছি।
বিসিবির তত্ত্বাবধানে চলা এই প্রস্তুতি ক্যাম্প মূলত সামনে থাকা সাদা বলের সিরিজ ও সম্ভাব্য এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতেই আয়োজন করা হয়েছে।
আরটিভি/এসকে/এআর