ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

লিটনের কাছ থেকে ব্যাট উপহার পেলেন পিংকি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ জুন ২০২৩ , ১১:০৪ এএম


loading/img
ছবি- সংগৃহীত

দুজনেই জাতীয় দলের তারকা ক্রিকেটার। দুজনেরই শুরুটা বিকেএসপিতে। আর সে কারণেই লিটন কুমার দাস ও ফারজানা হক পিংকির সম্পর্কটাও বেশ মধুর। শনিবার দুজনেই ছিলেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে।

বিজ্ঞাপন

ছোটভাইকে অনুশীলনে পেয়েই পিংকি আবদার করে বসেন বিদেশ থেকে তার মাপের একটি ব্যাট নিয়ে আসতে। বড়বোনের আবদার মেটাতে বেশি সময় নেননি লিটন।

ড্রেসিংরুম থেকে লিটন নিয়ে আসেন নিজের তিনটি ব্যাট। এনে পিংকিকে দিয়ে বলেন একটি পছন্দ করে নিতে। নারী দলের তারকা এই ক্রিকেটার তখন একটি ব্যাট পছন্দ করে নেন।

বিজ্ঞাপন

লিটন তখন বিকেএসপির বড় আপুকে মজা করে বলেন, ‘এবার রান পাবেন। এটা দিয়ে খেলেন।’

বিষয়টি নিয়ে পিংকি বলেন, ‘আমি লিটনকে বলেছিলাম, একটি ব্যাট কিনতে চাই। সে বিদেশে গেলে তার মাপের একটি ব্যাট যেন আমার জন্য কিনে আনে। কিন্তু সে তখনই একটি ব্যাট দিয়ে দেয় খেলার জন্য।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |