ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে খেলতে চান মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুলাই ২০২৩ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

উপমহাদেশ সফরের অংশ হিসেবে সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকা এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ১১ ঘণ্টার তার এই সংক্ষিপ্ত সফরে বাংলাদেশি ফুটবল ভক্তদের তিনি সময় দিতে পারেননি। কেননা তার আসা নিয়ে আলাদা কোনো আয়োজনই করা হয়নি ঢাকায়।

বিজ্ঞাপন

যতটুকু করা হয়েছে পুরোটাই ছিল বাংলাদেশে তাকে আনার স্পন্সর ফান্ডেড নেক্সটের কার্যালয়ের ভেতর। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মাশরাফী বিন মোর্ত্তজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত একপ্রকারে ‘ঘরোয়াভাবেই’ তাকে সম্মাননা জানানোর আয়োজন করে।

সেখানে ম্যাশের দুই সন্তানকে নিজের স্বাক্ষর সংবলিত জার্সি ও গ্লাভস উপহার দেন মার্টিনেজ। সেই সঙ্গে তোলেন সেলফিও। এদিকে মাশরাফিও তার নিজের জাতীয় দলের একটি জার্সি উপহার দেন মার্টিনেজকে। আর আইসিটি প্রতিমন্ত্রী উপহার দেন পাটের তৈরি একটি নৌকা আর বঙ্গবন্ধুর একটি বই।

বিজ্ঞাপন

পাশাপাশি ফান্ডেড নেক্সটের পক্ষ থেকে তাকে দেয়া হয় ‘বাজপাখির’ একটি মুর‍্যাল।

ফান্ডেড নেক্সটের কার্যালয়ে বিভিন্ন বিষয়ে মার্টিনেজের সঙ্গে কথা হয় পলক, ম্যাশের। কথার প্রসঙ্গে বিশ্বকাপজয়ী এই ফুটবলার আবারো বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেন। একইসঙ্গে আর্জেন্টিনা দলকে নিয়ে এসে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলার ইচ্ছাও তিনি জানান।

বিষয়গুলো সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বিজ্ঞাপন

পলক বলেন, ‘মার্টিনেজ আমাদের বলেছে ও আবার বাংলাদেশ আসতে চান। একা নয়, এবার সঙ্গে পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই আসতে চান। ঢাকায় এসে খেলতে চান বাংলাদেশ দলের সঙ্গে।’

ফান্ডেড নেক্সটের কার্যালয় থেকে বেরিয়ে মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সংবলিত একটি জার্সি তিনি উপহার দেন।

সোমবারই বিকেল ৪টা ৪০ মিনিটে দেশ ছাড়ার কথা রয়েছে মার্টিনেজের। ঢাকা থেকে সরাসরি কোলকাতায় যাবেন তিনি। সেখানে তিন দিন থেকে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |