ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মেসি না রোনালদো, মার্টিনেজ জানালেন কে সেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ , ০৮:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি। সবশেষ তৃতীয় আর্জেন্টাইন হিসেবে সোমবার (৩ জুলাই) কোলকাতায় পা রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় ১১ ঘণ্টার সফর শেষে তিন দিনের সফরে কলকাতায় যান তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার কলকাতায় এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকেরা। ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের সেই অনুষ্ঠানের নাম ‘তাহাদের কথা’। সেখানে নিজের গল্প শুনিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

অনুষ্ঠানের এক পর্যায়ে এমির কাছে প্রশ্ন করা হয়, কে সেরা? রোনালদো না মেসি? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা সেরা খেলোয়াড় হিসেবে মেসিকেই বেছে নিয়েছেন।

বিজ্ঞাপন

মার্টিনেজ বলেন, ‘অবশ্যই মেসি সর্বশ্রেষ্ঠ। রোনালদো কেবল একজন ফুটবলার মাত্র।’

মার্টিনেজের কাছে আরেকটি প্রশ্ন ছিল, মেসি-রোনালদোর জায়গা কেউ নিতে পারবেন? জবাবটা বেশ কৌশলেই দিলেন তারকা এই গোলরক্ষক।

রোনালদোর কথা এড়িয়ে গিয়ে মার্টিনেজ বলেন, ‘মেসির জায়গা কেউ নিতে পারবে না। কারণ মেসি অন্য গ্রহের।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |