ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

হৃদয়ের লড়াকু ফিফটির পরও মামুলি পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ জুলাই ২০২৩ , ০৭:৩৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মামুলি পুঁজি পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইগাররা। তবে দলের বিপর্যয়ের দিনে ব্যাট হাতে একাই লড়াই করেছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। কিন্তু তার লড়াকু ফিফটির পরও ৯ উইকেট হারিয়ে মাত্র ১৬৯ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের দল। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ১৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে আফগানরা।

বিজ্ঞাপন

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই আফগানিস্তানের বোলারদের তোপ সামলাতে হিমশিম খায় উদ্বোধনী দুই ব্যাটার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ফলে পাওয়ার প্লেতেই উইকেট হারায় টাইগাররা।

দলীয় ৩০ রানের মাথায় আফগান পেসার ফজল হক ফারুকির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে মাত্র ১৩ রানে ফেরেন টাইগার কাপ্তান। এরপর লিটনকে সঙ্গ দিতে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তারা দুজনে শুরুর চাপ সামলে নিয়ে খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দেন। কিন্তু মুজিব উর রহমানের বলে বাউন্ডারি লাইনে রহমত শাহকে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান।

বিজ্ঞাপন

গেল কয়েকটা সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন শান্ত। কিন্তু লিটনের বিদায়ের পরপরই মাঠ ছাড়েন তিনিও। দলীয় ৭২ রানের মাথায় মাত্র ১২ রান করে মাঠ ছাড়তে হয় বাঁহাতি এই ব্যাটারকে।এরপর সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় প্রথম দফায় বৃষ্টি শুরু হওয়া পর্যন্ত আর বিপদ হতে দেননি। সেই বৃষ্টি থামার পর ২০ দশমিক ৫ ওভারে দলীয় শতরান পূর্ণ করে বাংলাদেশ।

কিন্তু মোহাম্মদ নবীর দুর্দান্ত ক্যাচে বিদায় নেন সাকিব। আজমতুল্লাহকে কাভারে ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ৩৮ বলে কোনো বাউন্ডারির মার না মেরে ১৫ রানে বিদায় নেন টাইগার অলরাউন্ডার।সাকিবের দেখাদেখি যাওয়া আসার মিছিলে যোগ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

দলীয় ১১২ রানের মাথায় রশিদ খানের লেন্থ বল ব্যাকফুটে গিয়ে পুল করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি মুশি। তাতে পায়ের মাঝ দিয়ে বল গিয়ে সোজা আঘাত করে উইকেটে। ফলে ৩ বলে মাত্র ১ রান করেন উইকেটকিপার এই ব্যাটার।

বিজ্ঞাপন

এরপর ক্রিজে হৃদয়ের সঙ্গী হয়ে আসেন জাতীয় দলে ফেরা আফিফ হোসেন। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই ব্যাটার। বিপর্যয়ে থাকা দলের বিপদ আরও বাড়িয়ে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান মিডল অর্ডার এই ব্যাটার।

বিজ্ঞাপন

দলীয় ১২৮ রানের মাথায় রশিদের ঘূর্ণিতে ফ্লিক করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে আফিফকে ফেরান তারকা এই লেগি। এরপর দলীয় ১৩৯ রানের মাথায় ফারুকির বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। বিদায়ের আগে ২৩ বলে মাত্র ৫ রান করেন তিনি।  

মিরাজের বিদায়ের পর ৩৪.৩ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান থাকা অবস্থায় আবারও বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি থামলে ৪৩ ওভারে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে। আবারও ইনিংসে ব্যাটিংয়ে নেমে তাসকিনও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ত্তবুও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দলকে একাই টেনে নিয়ে যান তাওহিদ হৃদয়। 

ফারুকিকে মিড উইকেটে খেলে ডাবলস নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পান হৃদয়। দলের অবস্থান খারাপ জায়গায় থাকায় ফিফটির উদযাপনও করেননি। তার ৬৭ বলে ফিফটির ইনিংসে চারের মার ছিল ৩ টি। ফিফটির পর এক বল ডট দিয়ে ফারুকির শিকার হয়ে ফেরেন সাজ ঘরে। ৬৯ বলে ৫১ রান করেন তিনি।

আফগানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। রশিদ খান ও মুজিব-উর-রহমান দুটি করে এবং নবি ও ওমরজাই একটি করে উইকেট শিকার করেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |