প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে অনন্য রেকর্ডে নাম লেখালেন মুশফিকুর রহিম। যদিও ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি এতদিন তার দখলেই ছিল, তবে এবার ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন সাবেক এই অধিনায়ক।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন মুশি।
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল এই উইকেট-কিপার ব্যাটারের। সেই ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয় পেলেও
ব্যাটিংয়ে নামারও সুযোগ পাননি মুশি।
এই ম্যাচের আগে দেশের হয়ে ২৪৯টি ম্যাচে খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল। এর মধ্যে ৯ শতক ও ৪৪ হাফ-সেঞ্চুরিতে ২৩৩ ইনিংসে ৭ হাজার ১৮৮ রান করেছেন তিনি।
মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান আছে তামিমের।
২৩৫টি ওয়ানডে নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারে ব্যাট হাতে ৭ হাজার ১৪৭ রান ও বোলিংয়ে ৩০২ উইকেট শিকার করেছেন সাকিব।