বেশ কয়েক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খানরা। তবে কালেভদ্রে ২২ গজে ব্যাট-বল হাতে দেখা যায় দেশের ক্রিকেটের সূচনা যুগের এসব ক্রিকেটারদের। মূলত বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবসে আয়োজিত ম্যাচ কিংবা লিজেন্ডস লিগে তাদের দেখা মেলে। এবার যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটাররা।
তাদের নিয়ে গঠিত দলের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ টাইগার্স। এই স্কোয়াডে নব্বই দশকের আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, জাভেদ ওমর বেলিমদের সঙ্গে এই যুগের ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপুরাও আছেন। তবে খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাকের মতো তারকা ক্রিকেটাররা এই স্কোয়াডে নেই।
আগামী ১৭ ও ১৯ জুলাই দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। প্রথম ম্যাচে নিউইয়র্ক বাংলাদেশ টাইগার্স এবং দ্বিতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আটালান্টা ফায়ার।
বাংলাদেশ সময় সকাল ১১টায় বেইসলি পন্ড পার্ক ক্রিকেট পিচে গড়াবে প্রথম ম্যাচটি। এ ছাড়া পরমবীর ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় রাত দুইটায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
একনজরে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড : আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, আকরাম খান, এনামুল হক মনি, জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সানোয়ার হোসেন, শরীফুল হক প্লাবন, হান্নান সরকার, তাপস বৈশ্য, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম অপু, তানভীর আহমেদ টিটু, ইমরান হামিদ পার্থ, দাইয়ান বেলিম।