ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজেকে মেসির চেয়ে ওপরেই রাখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ , ০৩:২৯ পিএম


loading/img
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ছবি- সংগৃহীত

ইউরোপীয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাবে নাম লিখিয়েছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। অপরদিকে সম্প্রতি ফরাসি ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। এই দুই মহাতারকার ভেতর দ্বৈরথ চললেও একটা জায়গাতে এসে একই বিন্দুতে মিলে গেছেন দুজনই। খ্যাতনামা ক্লাব ছেড়ে দুজনই নাম লিখিয়েছেন অখ্যাত দুই লিগে। 

বিজ্ঞাপন

সৌদির আল নাসর ক্লাবে বর্তমানে খেলছেন সিআর সেভেন। আর যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন মেসি। 

যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় রোনালদোর চেয়ে ঢের এগিয়ে রয়েছেন মেসি, তারপরও মেসির চেয়ে একদিক থেকে নিজে বেশ এগিয়ে আছেন বলে মনে করছেন রোনালদো। সেটি হলো ভালো লিগে খেলা। 

বিজ্ঞাপন

পর্তুগিজ তারকার দাবি মেজর লিগের চেয়ে বেশ ভালো সৌদি আরবের লিগ। আর এদিক দিয়েই মেসির চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন তিনি। 

 সম্প্রতি পর্তুগালে প্রথমবারের মতো প্রাক-প্রস্তুতি ম্যাচ খেলতে যায় রোনালদোর আল নাসর। নিজ দেশের মাটিতে সেই ম্যাচে থাকা হয়নি সিআর সেভেনের।

সোমবার (১৮ জুলাই) স্প্যানিশ ক্লাব সেলতা ভিগোর কাছে ৫-০ ব্যবধানে উড়ে গেছে তার দল। লম্বা ছুটি কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন তিনি। 

বিজ্ঞাপন

সৌদি লিগে এসে দলের জন্য চোখে পড়ার মতো কিছু করে দেখানো এখন পর্যন্ত সম্ভব হয়নি রোনালদোর পক্ষে। আল নাসরে পাড়ি দিয়ে যেন নিজেই নিজের ছায়া বনে গেছেন। যে কারণে প্রায় সময়ই গুঞ্জন ওঠে যে ফের ইউরোপীয়ান লিগে ফিরে যাবেন তিনি। 

কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো নিজেই। সাফ জানিয়ে দিলেন সৌদির লিগ ছাড়া অন্য কোথাও যাওয়ার ইচ্ছেটাই তার নেই। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ কিছু বিষয় খোলাসা করেছেন পর্তুগিজ এই তারকা। তার কথাগুলো নিয়ে একাধিক টুইট করেছেন সাংবাদিক রোমানো। 

টুইটে মতে রোনালদোর ভাষ্য, ‘এমএলএসের চেয়ে সৌদি লিগ ভালো। আমি শতভাগ নিশ্চিত, ইউরোপীয় ক্লাবে আর ফিরব না। সেই দরজা একেবারে বন্ধ হয়ে গেছে। আমি সৌদি লিগে আসার পথ খুলে দিয়েছি। এখন সব খেলোয়াড় (আমাকে অনুসরণ করে) এখানে আসছে।’ 

রোনালদোর দাবি একমাত্র প্রিমিয়ার লিগ খেলার মান ধরে রাখতে পেরেছে। ইউরোপীয়ান ফুটবল থেকে শুরু করে স্প্যানিশ লিগ, জার্মান লিগ সবগুলোরই মান কমে গেছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি নিজ দেশের লিগের চেয়েও সৌদির লিগকে উপরে রাখছেন তিনি।

রোনালদো বলেন, ‘আমার বয়স এখন ৩৮ বছর। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ফুটবল মান হারিয়ে ফেলেছে। শুধু একটি প্রতিযোগিতাই তার মান ধরে রেখে নিজেদের সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেছে, সেটা প্রিমিয়ার লিগ। স্প্যানিশ লিগের (লা লিগা) মান ভালো নয়। পর্তুগিজ লিগ ভালো, কিন্তু শীর্ষ পর্যায়ের নয়। আমার মনে হয় জার্মান লিগও (বুন্দেসলিগা) জৌলুস হারিয়েছে। তাই আমি সৌদি আরবেই খেলতে চাই।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |