ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি ভারত। সেই ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৮ উইকেটের জয় পেয়েছিল ভারত। তবে শিরোপা নির্ধারণী ফাইনালে ৩৫২ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছে পাকিস্তান ‘এ’ দল।
রোববার (২৩ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারের দৃঢ়তার পর মিডল-অর্ডারে তাইয়েব তাহির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে মোহাম্মদ হ্যারিসের দল।
এদিন ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ব্যাটার সিয়াম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। ওপেনিং জুটিতে তারা দুজনে মিলে ১৭.২ ওভারে ১২১ রান যোগ করেন। আইয়ূব ৫১ বলে সাত চার ও দুই ছক্কায় ৫৯ রান করে বিদায় নেন।
এরপর আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ৬২ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন। তিনে নেমে ওমার ইউসুফও ব্যাট হাতে ৩৫ রান করেছেন। তবে চারে নামা তাইয়েব তাহির ছিলেন শুরু থেকেই দুর্দান্ত। সাবলীল ব্যাটিংয়ে ৭১ বলে ১২টি চার ও চারটি ছক্কায় ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
শেষ দিকে মোবাসির খান ৩৫, মেহরান মুনতাজ ১৩ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১৭* রানের ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে পাকিস্তান 'এ' দল।
বোলিংয়ে ভারত ‘এ’ দলের হয়ে হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ দুইটি করে উইকেট পেয়েছেন। এছাড়া রাশিথ রানা, মানব সুথার ও নিশাথ সিধু পান একটি করে উইকেট।