ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত পাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ আগস্ট ২০২৩ , ১০:৫০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি কো-অর্ডিনেটরের পদ থেকে পদত্যাগ করেছেন দেবব্রত পাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড থেকে পদত্যাগ করেছেন দেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

রোববার (১৩ আগস্ট) বিসিবির পক্ষ থেকে দেবব্রতের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ই-মেইলের মাধ্যমে পাঠানো পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ ছাড়া কিছু উল্লেখ করেননি তিনি। আলোচনা করে পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। 

তবে দেবব্রত পালের পদত্যাগের কারণ যে অন্য সেটি অনেকটাই স্পষ্ট। কিছুদিন আগে ‘ক্রিকেট অঙ্গন’ লেখা একটি ব্যানারে সরকারবিরোধী একটি সমাবেশে যোগ দেন তিনি। এ নিয়ে বিসিবির মধ্যে বেশ অসন্তোষ ছিল। সেটি বুঝতে পেরে নিজে থেকেই বোর্ডের চাকরি ছাড়লেন দেবব্রত।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে দেশের এক সংবাদমাধ্যমকে বিসিবির আম্পায়ারস ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছে। ম্যাচ রেফারির দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। আমরা কোনোকিছু ইস্যু করিনি। এর আগেই ও নিজে থেকে পদত্যাগ করেছে। ’

সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়া নিয়ে জানতে চাইলে মিঠু বলেন, ‘ক্রিকেট অঙ্গন লিখে সমাবেশে যোগ দিয়েছে। ওটা নিয়ে আমরা কোনো অ্যাকশনে যাওয়ার আগেই পদত্যাগ করেছে। যে কেউ যদি কোথাও চাকরি করে, তখন তো এটা করতে পারে না। এখানে ক্রিকেট অঙ্গন লিখে ওর যাওয়া উচিত হয়নি। ব্যক্তিগতভাবে আমি কোনো দলের সমর্থক হতেই পারি। কিন্তু ক্রিকেট অঙ্গন বলে তো আপনি অংশ নিতে পারেন না। আমি নিজেও ক্রিকেটার। ও তো আমাদের ক্রিকেটারদেরই ছোট করেছে।’

শুধু দেবব্রতই নন, ওই মিছিলে ক্রিকেট অঙ্গনের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে মিঠুর জবাব, ‘তিনজনে কীভাবে ক্রিকেট অঙ্গন হয়? যদি দুই শ লোক হতো, তাহলে একটা কথা ছিল। দেবব্রত তো ক্রিকেট বোর্ডে চাকরি করে, বাকিরা করে না। ব্যক্তিগতভাবে কেউ নিতে পারে, সমস্যা নাই।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দলের হয়ে কখনো খেলেননি দেবব্রত পাল। ক্যারিয়ারে স্বীকৃত ক্রিকেটে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে ম্যাচ রেফারির দায়িত্ব পালনসহ প্রায় এক যুগ ধরে সামলাচ্ছেন কোয়াবের সাধারণ সম্পাদকের দায়িত্ব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |