সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ হেরে বেশ চাপেই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর। সেই হারকে সঙ্গী করেই এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে মাঠে নেমেছিল তারা। এদিন ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ পর্যন্ত কোয়ালিফাই করেছে সৌদি আরবের ক্লাবটি।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে রোনালদোরা। শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের ৮৭তম মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল আল-নাসর। এরপর ম্যাচের শেষ ৯ মিনিটে ৩ গোল করে বাছাইপর্ব বাধা কাটিয়েছে রোনালদো-মানেরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে নাসর।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন রোনালদো। ম্যাচের ১০ মিনিটের মাথায় দারুণ এক সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ এই তারকা। কিন্তু ভাগ্য-বিড়ম্বনায় গোলের দেখা পাননি তিনি। তবে পরের মিনিটেই ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকার গোলে এগিয়ে যায় ‘দ্য গ্লোবাল ওয়ান’ খ্যাত দলটি। ব্রজোভিচের কর্নার থেকে নিখুঁত এক হেডে লক্ষ্যভেদ করেন তালিসকা।
গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে আল-আহলি। ম্যাচের ১৮তম মিনিটেই সমতায় ফিরে তারা। ইয়াহিয়া আল-ঘাসানির গোলে ম্যাচে সমতা ফেরে আরব আমিরাতের ক্লাবটি।
প্রথমার্ধের বাকি সময়েও গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালায় উভয় দলই। তবে শেষ পর্যন্ত ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরেই সৌদি চ্যাম্পিয়নদের হতাশায় ডুবায় আল-আহলি। দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে দলের লিড বাড়ান আল ঘাসানি।
গোল হজমের পর আরও মরিয়া হয়ে উঠে সাদিও মানে-রোনালদোরা। শেষ দিকে মনেই হচ্ছিল, বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলা হচ্ছে না তাদের। তবে ফুটবল রোমাঞ্চ চ্যাপ্টারের বেশ খানিকটা তখনো বাকিই ছিল বোধহয়। ম্যাচের ৮৮তম মিনিটে সুলতান আল ঘানামের গোলে সমতায় ফেরে আল নাসর।
তবে নাটকীয় এই ম্যাচের শেষটা তখনো বাকি। ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া গোলে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প রচনা করে মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা ক্লাবটি।
ম্যাচের ৯৫তম মিনিটে দারুণ এক হেডে গোল করে সতীর্থদের আনন্দের জোয়ারে ভাসান তালিসকা। এরপর ম্যাচের ৯৭তম মিনিটে রোনালদোর সহায়তায় আরব আমিরাতের ক্লাবটির জয়ের আশায় শেষ পেরেক ঠোকেন ব্রজোভিচ। এতে ৪-২ ব্যবধানের জয়ে মূলপর্ব নিশ্চিত করে রিয়াদের ক্লাবটি।