ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে হারিস রউফের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাদ্দাফির ফাস্ট উইকেটে পাকিস্তানি পেসারদের তোপে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৯৩ রান তুলতেই গুটিয়ে গেছে টাইগাররা। এক হারিস রউফ আর নাসিম শাহতেই বিপর্যয় হয়েছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

টাইগারদের ব্যাটিং ধ্বস শুরু হয় ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহের সুবাদে। বাংলাদেশের উইকেট তুলে নেওয়ার মিশনে এরপর একে একে যোগ দেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। 

তবে বাকি দুইজনকে ছাড়িয়ে আলোটা ম্যাচের শুরুতেই নিজের দিকে কেড়ে নেন রউফ। নিজের প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নেওয়ার মাধ্যমে তিনি স্পর্শ করেছেন অনন্য এক মাইলফলক। 

বিজ্ঞাপন

তৃতীয় পাকিস্তানি বোলার হিসেবে যুগ্মভাবে তিনি নাম লিখিয়েছেন দ্রুততম ৫০ উইকেটশিকারীর ক্লাবে। 

৫০ উইকেট ঝুলিতে পুরতে হারিসের লেগেছে ২৭ ইনিংস। সমান সংখ্যক ইনিংস লেগেছিল কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের। 

পাকিস্তানের পেসারদের মধ্যে দ্রুততম পঞ্চাশ উইকেটের রেকর্ডটি রয়েছে হাসান আলির দখলে। ২৪ ম্যাচে অনন্য এই নজির গড়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

২৫ ম্যাচে ৫০ উইকেট শিকার করে তালিকার দুইয়ে অবস্থান করছেন শাহিন শাহ আফ্রিদি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |