ঢাকা

সিরাজ ঝড়ে লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ০৫:৪০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

'আনপ্রেডিক্টেবল' তকমা নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা। চোটের কারণে দলের নিয়মিত কয়েকজন না থাকলেও ঠিকই ফাইনাল উঠেছিল তারা। কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে লজ্জার রেকর্ডই গড়েছে দ্বীপরাষ্ট্রটি।

বিজ্ঞাপন

ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের ফাইনালে তো বটেই, এই টুর্নামেন্টের যেকোনো ম্যাচ বিচারে সর্বনিম্ন রানের রেকর্ড এখন তাদের দখল। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তাণ্ডবে অল্পতেই গুটিয়ে গেছে দাসুন শানাকার দল।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালের মঞ্চে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিসের ব্যাট থেকে। এছাড়া লোয়ার অর্ডারে নামা দুশন হেমন্থ ১৩ রানে অপরাজিত থাকেন। তবে এদিন দলের বাকি ৯ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।.

ভারতের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলার মোহাম্মদ সিরাজ। হার্দিক পান্ডিয়াও মাত্র ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া জশপ্রিত বুমরাহ ৫ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

বৃষ্টির কথা মাথায় রেখেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবে ব্যাটিংয়ে নামার আগেই হানা দিয়েছিল বৃষ্টির বাগড়া। ৪০ মিনিট অপেক্ষার পর অবশেষে মাঠে গড়ায় ফাইনাল। তবে ব্যাটিংয়ে এসে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার কুশল পেরেরা। 

এরপর চতুর্থ ওভারে একাই চার উইকেট নেন সিরাজ। প্রথম বলে নিশাঙ্কাকে ফেরানোর পর তৃতীয় ও চতুর্থ বলে উড়ে যান সাদিরা সামারাউইক্রিমা, চারিথ আশালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। আর তাতেই দলীয় ১২ রানে ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।

নিজের তৃতীয় ওভারে আক্রমণে এসে আবারও উইকেটের দেখা পান সিরাজ। ওভারের চতুর্থ বলে শূন্যতেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দাসুন শানাকা। ফাইফার নিয়েই থেমে থাকেননি সিরাজ। এরপর ইনিংসের ১২তম ওভারে এসে দলীয় ৪০ রানের মাথায় কুশল মেন্ডিসকে ফিরিয়েছেন তিনি। 

এরপর বাকি কাজটুকু সারেন পেস অলরাউন্ডার হার্দিক। মাত্র ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। এতে দলীয় পঞ্চাশ রানেই গুঁটিয়ে যায় ৬ বারের এশিয়ান চ্যাম্পিয়নরা। 

আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বনিম্ন রানের রেকর্ডের সাথে অবশ্য লঙ্কানদের নাম জড়িয়ে আছে। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়েকে ৩৫ রানে গুঁড়িয়ে দিয়েছিল লঙ্কানরা। তবে ৫০ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুঁটিয়ে গেল। এর আগে ২০১২ সালে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |