ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তানকে বিশ্বকাপের সেমিতে দেখছেন না যুবরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:১৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ইতোমধ্যেই বৈশ্বিক এই টুর্নামেন্টকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। ক্রিকেট বোদ্ধারা ভবিষ্যদ্বাণী করছেন কার হাতে উঠতে পারে এবারের শিরোপা, কেউবা আবার জানাচ্ছেন সেমিফাইনালে খেলবে কোন কোন দল। 

বিজ্ঞাপন

সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের কাছে সেই প্রেক্ষিতে এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপের সেমিতে নাম লেখাতে পারে কোন কোন দল। 

যুবরাজের পছন্দের সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার। ভারতসহ পাঁচ দলের সম্ভাবনা তিনি দেখছেন এবারের আসরের সেমিফাইনালে খেলার। 

বিজ্ঞাপন

যুবরাজের মতে ভারত ও অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই খেলবে বিশ্বকাপের সেমিফাইনালে। এ ছাড়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকারও সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন তিনি। 

যুবরাজ বলেন, ‘অবশ্যই ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফি দরকার।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |