ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

আকরামের সর্বকালের সেরা ভারত-পাকিস্তান একাদশে যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ , ১০:৫৭ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনা, অন্যরকম এক রোমাঞ্চ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও তাদের দ্বৈরথের দিকে তীক্ষ্ণ নজর থাকবে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। কিছুদিন বাকি থাকলেও দল দুটির মাঠের লড়াই নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে চর্চা। সেখানে যুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ অক্টোবর) অস্ট্রেলিয়ান গণমাধ্যম ফক্স ক্রিকেট তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে পর্দার আড়ালে থাকা প্রশ্নকর্তা আকরামকে এবারের বিশ্বকাপ নিয়ে নানা প্রশ্ন করেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে, বিশ্বকাপজয়ী সাবেক বাঁহাতি তারকাকে তার পছন্দের সর্বকালের সেরা ভারত-পাকিস্তান সম্মিলিত ওয়ানডে একাদশ বেছে নিতে বলা হয়।

সুলতান অব সুইং খ্যাত আকরাম তখন বলেন, এটা খুবই কঠিন কাজ। একারণেই আমি নির্বাচক হই না (হাসি)। আপনি আমাকে যে খেলোয়াড়দের তালিকা থেকে ১১ জন বেছে নিতে বলছেন, সেটা আমাকে হতচকিত করছে। আমি আমার সেরা চেষ্টাটা করব।

আকরামের চোখে সেরা একাদশে জায়গা পেয়েছেন ভারতের ছয়জন ও পাকিস্তানের পাঁচজন ক্রিকেটার। তবে এই তালিকায় নেই দল দুটির বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজমের নাম। এমনকি ৫৭ বছর বয়সী আকরাম নিজেকেও রাখেননি এই তালিকায়। আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে একাদশে আছেন শুধুমাত্র বিরাট কোহলি ও যশপ্রীত বুমরাহ।

ওপেনিংয়ে পাকিস্তানের স্টাইলিশ ব্যাটার সাঈদ আনোয়ার ও ভারতের আগ্রাসী ক্রিকেটার বীরেন্দর শেবাগকে বেছে নিয়েছেন আকরাম। তিনে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির অনন্য কীর্তির মালিক ভারতের শচিন টেন্ডুলকার। বড়ে মিঁয়া নামে খ্যাত পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদকে আকরাম রেখেছেন চারে। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা কোহলি আছেন পাঁচে। 

ছয় ও সাত নম্বরের জন্য দুজন নিখাদ অলরাউন্ডারকে নির্বাচন করেছেন আকরাম। পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানকে অধিনায়কও করেছেন তিনি। আরেক অলরাউন্ডার হলেন কপিল দেব। তার নেতৃত্বে ১৯৮৩ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আটে থাকছেন ক্যাপ্টেন কুল খ্যাত ভারতের মহেন্দ্র সিং ধোনি।

আকরামের সেরা একাদশে তিন বোলারের মধ্যে স্পিনার একজন। তিনি দুসরার জনক পাকিস্তানের সাকলাইন মুশতাক। পেস বিভাগে বুমরাহর সঙ্গে জায়গা পেয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনুস। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় আকরামের বোলিং সঙ্গী ছিলেন ওয়াকার।

ভারত-পাকিস্তান মিলিয়ে আকরামের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ: সাঈদ আনোয়ার, বিরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, বিরাট কোহলি, ইমরান খান (অধিনায়ক), কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, সাকলাইন মুশতাক, জাসপ্রিত বুমরাহ, ওয়াকার ইউনুস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |