ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্যর্থতার কোনো ব্যাখ্যা নেই টাইগার দলপতির কাছে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ০২:৫০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

একদল অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে একঝাঁক উদীয়মান ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছিল এবারের এশিয়ান গেমসের স্কোয়াড। স্বভাবতই ভালো কিছুর আশা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাদের প্রতি ছিল দেশের ক্রিকেট ভক্তদের।

বিজ্ঞাপন

কিন্তু আইসিসির সহযোগী দেশ মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে জয় বের করে আনতে বাংলাদেশের ক্রিকেটারদের রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। হারতে হারতে জিতেছিল সেই ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা।

কিন্তু সেমিফাইনালে এসে যথারীতি বাংলাদেশ ফেরে তার স্বরূপে। ভারতের বিপক্ষে ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কারণে তাদের হারতে হয়েছে ৯ উইকেটে। আর তাতেই স্বর্ণ জয়ের মিশনে আসা দলটির এখন লড়তে হবে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে। 

বিজ্ঞাপন

দুই ম্যাচের দুটিতেই এমন বাজে পারফরম্যান্স। কেন এমনটা হলো সেটির কোনো ব্যাখ্যা নেই দলপতি সাইফ হাসানের কাছে। 

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাকে দেখা যায় দায়সারা উত্তর দিয়ে রেহাই পেতে আপ্রাণ চেষ্টা চালানোর। 

সাইফ বলেন, ‘ম্যাচ শেষে আমার কোনো ব্যাখ্যা নেই, খারাপ হতেই পারে।’

বিজ্ঞাপন

তবে দায় তিনি ঠেলে দিলেন ব্যাটার ও ছোট মাঠের কোর্টে। সাইফ বলেন, ‘আসলে আমাদের ব্যাটসম্যানরা আজকে ভালো পারফরম্যান্স দিতে পারেনি। কেউই বড় স্কোর করতে পারেনি। বোলারদের জন্য এই ছোট মাঠে রান ডিফেন্ড করা অনেক টাফ ছিল।’

ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতের বোলারদের বিপক্ষে কেবল স্কোরবোর্ডে ৯ উইকেটের বিনিময়ে ৯৬ রান তোলা সম্ভব হয় বাংলাদেশের ব্যাটারদের। জবাবে কেবল এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে তরী ভেড়ায় ভারত। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |