ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

জায়গা হারাচ্ছেন লিটন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ , ০৩:০৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিদের পরের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজম্যান্ট।

আফগানদের সঙ্গে জয় পেলেও টাইগারদের অস্বস্তির অন্যতম কারণ ওপেনিং জুটি। দেশসেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে তরুণ তানজিদ তামিম ও লিটন দাসের কাঁধে ওপেনিংয়ে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। তবে আফগানদের সঙ্গে বাজে পারফরম্যান্সে নির্বাচকদের হতাশায় ডুবিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আফগানদের বিপক্ষে ১৮ বলে ১৩ রান করেছেন লিটন। আর সবশেষ কয়েক ম্যাচ ধরেই ফর্মে নেই ক্লাসিক এই ওপেনার। সবশেষ এশিয়া কাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও আলো ছড়াতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এমন পরিস্থিতিতে ইংলিশদের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা জেগেছে।

তবে আরও একটি সুযোগ পেতে পারেন লিটন। তবে ওপেনিংয়ে রান না পাওয়ার কারণে তাকে খেলানো হতে পারে মিডেল-অর্ডারে। আর ওপেনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। 

এদিকে ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে আরও এক দুশ্চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। এই ম্যাচে একজন ব্যাটারকে বসিয়ে ষষ্ঠ বোলার খেলানোর চিন্তাও করছে নির্বাচকরা। সেক্ষেত্রে একাদশ থেকে ছিটকে যেতে পারেন লিটন কুমার দাস অথবা তরুণ তানজিদ তামিম। তাদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শেখ মাহেদি অথবা নাসুম আহমেদকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |