বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচের দ্বিতীয় লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইপর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ। দুই লেগ মিলিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা জয় পায় ৩-২ গোলে।
প্রাক বাছাইপর্বে র্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় বাগিয়ে নিয়ে এখন টাইগারদের সামনে অপেক্ষা করছে মূল বাছাইপর্বের বড় পরীক্ষা।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯। অন্যদিকে বাছাইপর্বে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে থাকা অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং ২৭ ও লেবাননের ৯৯। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা একমাত্র দল ফিলিস্তিন। তারা বাংলাদেশের চেয়ে প্রায় ৮০০ ধাপ পিছিয়ে।
অজিদের বিপক্ষে বাছাইপর্বের প্রথম লেগের খেলা হবে আগামী ১৬ নভেম্বর। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামী বছরের ৬ জুন।
২১ নভেম্বর বাংলাদেশ ঘরের মাঠে লড়বে লেবাননের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে। এরপর ২০২৪ সালের ১১ জুন মাঠে গড়াবে লেবানিজদের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের দ্বিতীয় লেগের ম্যাচটি।
আগামী বছরের ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ২৬ মার্চ।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে ফুটবলের মাঠে দুইবার লড়েছে বাংলাদেশ। দুই দেখায় কোনবারই জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবার বাংলাদেশ হেরেছিল ৫-০ ব্যবধানে। দ্বিতীয় দেখায় এক গোল কম হজম করে বাংলাদেশ। হারতে হয় তাদের ৪-০ গোলে।
লেবাননের বিপক্ষে মোট ৩ ম্যাচের ভেতর বাংলাদেশ জয় পেয়েছে একটিতে। বিপরীতে লেবানিজদের জয় দুই ম্যাচে। দুই দলের সবশেষ দেখাতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল লেবনন।
ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল ২০১৩ সালের ২ মার্চ। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত দুই দলের পাঁচ দেখায় একটিতেও জয় পায়নি বাংলাদেশ।