ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েল-হামাস সংঘাত বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ প্রিমিয়ার লিগের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ অক্টোবর ২০২৩ , ০৬:২৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একইসঙ্গে ইসরায়েলের কয়েকশ’ নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে হামাসকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। 

বিজ্ঞাপন

দুই পক্ষের হামলায় এখন পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনের সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে দেড় হাজার শিশুসহ চার হাজারের বেশি ফিলিস্তিনি এবং এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

চলমান ইসরায়েল-হামাস সংঘাত বন্ধে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আহ্বান জানিয়ে আসছে। এবার এই সংঘাত বন্ধে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

এই সপ্তাহে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে প্রতিটি দলের ফুটবলাররা কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবেন। সংঘাত বন্ধের পাশাপাশি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। 

চলতি সপ্তাহের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শনিবার (২১ অক্টোবর) থেকে সোমবার (২৩ অক্টোবর) পর্যন্ত। এই তিনদিনে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ফুটবলারদের পাশাপাশি কোচ, ম্যাচ অফিশিয়ালরাও কালো আর্মব্যান্ড পড়বেন। 

কালো আর্মব্যান্ড পড়ার বিষয়টি নিশ্চিত করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানায়, ‘আমরা শান্তি দেখতে চাই। যারা এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’ 

বিজ্ঞাপন

কালো আর্মব্যান্ড পরিধানের পাশাপাশি ব্রিটিশ রেড ক্রসকে আর্থিক অনুদানও দেবে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সেই আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হবে ইসরায়েল-হামাস সংঘাতে ক্ষতিগ্রস্তদের কাছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |