ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ , ০৬:৩৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এরপর টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে তারা। এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  

বিজ্ঞাপন

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ১০৪ রান করার পর গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে থামেন ১০৬ রানে। এ ছাড়া স্টিভেন স্মিথ ৭১ ও মার্নাস লাবুশেন ৬২ রান করেন। ডাচদের হয়ে লোগান ভ্যান বিক সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেন। 

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ৪০ বলে সেঞ্চুরির করেন ডানহাতি এই ব্যাটার। এর আগে চলতি আসরেই ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

বিজ্ঞাপন

অথচ আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯ রানে ভ্যান বেইকের শিকার হন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার মিচেল মার্শ। দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যাঙ্গারু বাহিনী। 

রানে ফেরার দিনে স্টিভ স্মিথ ৬৮ বলে ব্যক্তিগত ৭১ রানে ফিরলেও অন্য প্রান্তে ঝড় তোলেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ১৬৩ রানের পর আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন অজি এই তারকা ওপেনার। মাত্র ৯১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন। 

অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ওয়ার্নার। লগান ভ্যান ভিকের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ৯৩ বলে ১০৪ রান। ওয়ার্নারের বিদায়ের পর ব্যাট করতে নেমে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। 

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ৪০ বলে সেঞ্চুরির করেন ডানহাতি এই ব্যাটার। এর আগে চলতি আসরেই ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |