ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের ক্রিকেটারদের যেভাবে বোকা বানিয়েছিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ নভেম্বর ২০২৩ , ০৯:১৯ এএম


loading/img
ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটের পরশপাথর বলা হয় তাকে। তার ছোঁয়ায় আমূল বদলে যায় টিম ইন্ডিয়া। ছিলেন রেলওয়ের টিকিট চেকার, সেখান থেকে হয়ে ওঠেন ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। অনেকের চোখে বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কও তিনি। বলছি মহেন্দ্র সিং ধোনির কথা।

বিজ্ঞাপন

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে ভারতীয় রেলওয়ের টিকিট চেকারের চাকরি করতেন ধোনি। এজন্য পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়েতে দায়িত্বরত ছিলেন তিনি। সেখান থাকাকালীন সময়েই বাংলা ভাষা শিখেছিলেন মাহি। ভাষা জানা থাকায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের একবার বোকাও বানিয়েছিলেন।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হয়ে কলকাতায় যান ধোনি। সেখানে প্রচারণার ফাঁকে ক্রিকেট, কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাংলা জানা নিয়ে কথা বলেন ধোনি। এ সময় তার বাংলা ভাষা জানা নিয়ে যে ঘটনার গল্প বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে। 

বিজ্ঞাপন

ভারতীয় সাবেক এই অধিনায়ক বলেন, ‘খড়গপুরে রেলওয়ের চাকরি করার সময় বাংলাটা খুব ভালো বুঝতাম। এখন বললে হয়তো ভুল হতে পারে। তাতে কারও কারও খারাপও লাগতে পারে।’ 

এরপর বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে সেই মজার ঘটনা বলেছেন ভারতকে দুই সংস্করণেই বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনি বলেন, ‘আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা-আরে, এ তো বাংলা বুঝতে পারে!’

ধোনির ওই ঘটনাটা শুনে হলরুমে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৪ ম্যাচ খেলে ২৫ ম্যাচ জিতেছেন ধোনি। এমনকি টাইগারদের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় তার।

বিজ্ঞাপন

 

When MS Dhoni pranked Bangladeshi’s
pic.twitter.com/9IRDNsZpNn

— BALA (@rightarmleftist) October 30, 2023

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |