আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেতে হারিয়ে নিজেদের হেক্সা মিশন সফল করেছে অজিরা। তবে মাঠের পারফরম্যান্সে এবারের বিশ্বকাপটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের জন্য।
আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ ব্যতীত বাকি সবগুলো ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ গ্রহণ করেছে টাইগাররা। এমনকি ডাচদের বিপক্ষে পরাজিত হয় সাকিব বাহিনী। ব্যর্থ বিশ্বকাপ মিশনেও বাংলাদেশ দল এক জায়গায় বেশ ভালোই করেছে বলা চলে। আর সেটি হলো রিভিউয়ের হিসাব-নিকাশে।
বাংলাদেশ রিভিউয়ে ভালো এমনটি হয়তো কেউই বিশ্বাস করবে না। কিন্তু এবারের বিশ্বকাপে রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বেশ সফল দলই বলা চলে। ব্যাটিংয়ে রিভিউ নিয়ে পঞ্চাশ ভাগের বেশি সফল হয়েছে একটি মাত্র দলের আর সেটি হলো বাংলাদেশ।
বাংলাদেশি ব্যাটারদের নেওয়া শতকরা ৬০ ভাগ ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) সফল প্রমাণিত হয়েছে। পাঁচবার রিভিউ নিয়ে তিনবারই সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম হয়েছেন তারা। সব মিলিয়ে হিসাব করলেও রিভিউয়ে দারুণ সফল বাংলাদেশ।
ভারতের পরই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা। ১৫বার রিভিউ নিয়ে ছয়টি নিজেদের পক্ষে এনে ৪০ শতাংশ সফলতা নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১১ রিভিউয়ে চারবার সফল হয়ে ৩৬.৩৬ শতাংশ সফলতা নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশই সবচেয়ে কম রিভিউ নিয়েছে।