ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ব্রাজিল ফুটবল প্রধানের পদ ফিরে পেলেন রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ , ০৭:০৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর থেকেই মাঠ ও মাঠের বাইরে টালমাটাল অবস্থা ব্রাজিল ফুটবলের। গত ডিসেম্বরে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এনদালদো রদ্রিগেজকে। এতে দেশটিকে ফুটবল থেকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। কিন্তু উচ্চ আদালতের রায়ে আবারও পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ।

বিজ্ঞাপন

রিও ডি জেনেরো আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। তবে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রদ্রিগেজকে তার পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট।
   
রদ্রিগেজের পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায় স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।

এর আগে রিও ডি জেনেরো কোর্ট ব জাস্টিস গত ডিসেম্বরে সিবিএফের প্রধানের দায়িত্ব থেকে রদ্রিগেসকে সরিয়ে দেওয়ার রায় দিয়েছিল। কারণ, হিসেবে দেখানো হয়েছিল নির্বাচনে অনিয়ম করেছিলেন সিবিএফ প্রধান। একই সঙ্গে তার নিয়োগ দেওয়া বাকি কর্মকর্তাদেরও ছাটাই করা হয়। 

বিজ্ঞাপন

এরপর রদ্রিগেজকে সরানোর পর ডিসেম্বরের শেষ দিকে সিবিএফকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছিল ফিফা ও কনমেবল। সেই চিঠিতে বলা হয়েছিল, এ দুটি সংস্থার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। একই সঙ্গে সিবিএফকে নিষিদ্ধ করার হুমকিও দেয় প্রতিষ্ঠান দুটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |