ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বার্সেলোনার কোচ হওয়া নিয়ে মুখ খুললেন আর্তেতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ , ০৫:৩৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

লা লিগায় সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। এরপরই কাতালানদের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ জাভি হার্নান্দেজ। এই ঘটনার পরই গুঞ্জন উঠেছে বার্সার নতুন কোচ হতে যাচ্ছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। তবে এই গুঞ্জনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন আর্তেতা নিজেই। এ ধরনের গুজব নিয়ে তিনি চিন্তিত এবং আতঙ্কিত বলেও জানিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনে আর্তেতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। আপনি গতকাল যা পড়েছেন তা আমি জানি না। এটি কোথা থেকে আসছে, এবং এটি সম্পূর্ণ ভুল তথ্য। আমি এটি নিয়ে সত্যিই বিরক্ত।

এই ভুয়া সংবাদ প্রচার নিয়ে এই আর্সেনাল কোচ বলেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি জানি না, এটা কোথা থেকে আসছে। এর কোনো উৎস পায়নি। আমি মনে করি আপনি যখন ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তখন আমাদের খুব সতর্ক থাকতে হবে। যেমনটা গতকাল হয়েছে।

বিজ্ঞাপন

আর্সেনালে নিজের বর্তমান অবস্থানও পরিষ্কার করেছেন তিনি। আর্তেতা বলেন, আমি সঠিক জায়গায় আছি। আমি সঠিক লোকদের সঙ্গেই আছি। আমি এখানে সত্যিই ভালো অনুভব করছি। যেমন আমি অনেকবার বলেছি, আমি এই ফুটবল ক্লাবের সাথে, এই খেলোয়াড়দের সাথে, এই কর্মীদের সাথে, আমাদের লোকদের সাথে একটি সুন্দর যাত্রায় নিজেকে জড়িয়ে রেখেছি। এখানে এখনো আমার অনেক কিছু করা বাকি আছে।

আর্তেতাকে নিয়ে নানা গুঞ্জনের একটি কারণ, আর্সেনালের সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী মৌসুম পর্যন্ত। নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা এখনও শুরু হয়নি। তবে এবার আর্তেতা জানালেন, সময় হলেই তিনি আলোচনা করবেন। 

বার্সেলোনার সম্ভাব্য পরবর্তী কোচ হিসেবে রাফায়ের মার্কেসের নামও উঠে আসছে। ক্লাবের রক্ষণভাগের দীর্ঘদিনের ভরসা সাবেক এই অধিনায়ক এখন বার্সেলোনার ‘বি’ দলের কোচ। মূল দলের দায়িত্ব নিতে তিনি আগ্রহী বলে খবর প্রকাশ করেছেন স্পেনের সংবাদমাধ্যমে গুলো।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |