ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

দুর্জয়ের চব্বিশ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০১:৩৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশের হয়ে ২০০০ সালে টেস্টে অভিষেক করেছিলেন নাঈমুর রহমান দুর্জয়। সেই ম্যাচে দলের অধিনায়কও ছিলেন তিনি। ভারতের বিপক্ষে সেই টেস্টে ১৩২ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছিলেন দুর্জয়। যা অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এখনও সেরা বোলিং ফিগার ছিল। এবার ১১৯ রানে ৬ উইকেট নিয়ে দুর্জয়ের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার নেইল ব্র্যান্ড।

বিজ্ঞাপন

সোমবার (৫ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি। অবশ্য তার দলের অবস্থা ভীষণই বেহাল। নিউজিল্যান্ডকে ৫১১ রানে অলআউট করতে ব্র্যান্ড ১১৯ রানে পান ৬ উইকেট। এমনিতে তিনি নিয়মিত স্পিনার নন। প্রথম শ্রেণিতেও তার ৫ উইকেট নেই।

ফ্র্যাঞ্চাইজি আসর এসএ টি-টোয়েন্টি লিগের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এক ঝাঁক আনকোরা খেলোয়াড় পাঠিয়ে সমালোচিত হয় দক্ষিণ আফ্রিকা। এরপরই ব্র্যান্ডকে করা হয় অধিনায়ক, যার নিজেরই টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা ছিল না। তবে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার।

বিজ্ঞাপন

১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে দুর্জয় ও ব্র্যান্ড ছাড়া অধিনায়ক হিসেবে অভিষেকে ৬ উইকেট নেই আর কারো। দুর্জয় লোয়ার অর্ডার ব্যাটার হলেও ব্র্যান্ড একদম ওপেনার। টুকটাক বোলিং করার অভিজ্ঞতা থেকে টেস্টে বল হাতে নিয়ে গড়ে ফেললেন ইতিহাস।

এই ম্যাচে নেইল ছাড়া আরও পাঁচ ক্রিকেটারের অভিষেক হয়েছে এই ম্যাচে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে খাবি খাচ্ছে দক্ষিণ আফ্রিকা। কেইন উইলিয়ামসনের সেঞ্চুরি ও রাচিন রবিন্দ্রের ২৪০ রানে ভর করে রানের পাহাড়ে যাওয়া স্বাগতিকদের জবাব দিতে পারছে না তারা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৭৪ রানেই ৪ উইকেট পড়ে যায় তাদের। বোলিং হিরো ব্র্যান্ড ব্যাট হাতে করেন ৪ রান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |