ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অবশেষে বোর্ড সভায় বসছে বিসিবি, আলোচনায় থাকবে যেসব বিষয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০৬:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

গত ছয় মাসে বাংলাদেশ ক্রিকেটে যত ঘটনা ঘটেছে, হয়তো গত কয়েক বছরও এতকিছু ঘটতে দেখেনি ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ ব্যর্থতা, সাকিব-তামিম ইস্যু সবকিছু নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। অবশেষে সবকিছু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বিসিবি।

বিজ্ঞাপন

আগামী ১২ ফেব্রুয়ারি বসবে বিসিবির নবম বোর্ড সভা। বিসিবির বিশ্বাসস্থ সূত্রের মাধ্যমে এই তথ্য জানা গেছে। এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই বোর্ড সভার আলোচনার বিষয় হিসেবে থাকছে ভারত বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট পর্যালোচনা ও সিদ্ধান্ত, জাতীয় দলের কোচ নিয়োগ ও পজিশন, অধিনায়ক, নির্বাচক প্যানেল, শেখ হাসিনা স্টেডিয়াম, নারী বিশ্বকাপ এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়।

বিজ্ঞাপন

গত বছরের জুনে বসেছিল বিসিবির সবশেষ বোর্ড সভা। এবারের সভা আরও আগে হওয়ার কথা ছিল। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনসহ পরিচালকরা জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় বোর্ড সভার বিলম্ব হয়।

নির্বাচন শেষ হলেও বিসিবি সভাপতির ব্যস্ততার কারণে তারিখ পাওয়া যাচ্ছিল না। প্রথমবারের মতো যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়া নাজমুল মন্ত্রণালয়ের বিভিন্ন মিটিং-সভায় ব্যস্ত ছিলেন। অবশেষে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তারিখটি চূড়ান্ত হয়।

বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালের বাদ পড়া, এরপর সাকিব-তামিমের পাল্টাপাল্টি কথার লড়াই এবং সবশেষ বিশ্বকাপের চরম ব্যর্থতা সবকিছু নিয়ে আলোচনা করা হবে এই বোর্ড সভায়। এর মধ্যে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি তাদে রিপোর্ট জমা দিয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |