ঢাকা

অলিম্পিক থেকে বাদ পড়ার শঙ্কায় আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৩২ এএম


loading/img
ছবি- সংগৃহীত

প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে একইদিনে আলাদা ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে সেলেসাওরা, অন্যদিকে ভেনেজুয়েলার মোকাবিলা করেছিল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

যেখানে ১-০ গোলে হেরেছে ব্রাজিল আর ২-২ গোলে ড্র করেছে মেসির উত্তরসূরিরা। ফলে অলিম্পিকের মূলপর্বে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

টুর্নামেন্টের নিয়মানুসারে, বাছাইপর্বে বর্তমান চার দলের মধ্য থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলবে। সেই বিবেচনায় শেষ দুটি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনাকে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে একটিতে আবার একে-অপরের মুখোমুখি হবে তারা।

বিজ্ঞাপন

৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্যারাগুয়ে। অন্যদিকে এক পয়েন্টে দুইয়ে ভেনেজুয়েলা। গ্রুপ পর্বের অ্যাগ্রিগেটে পিছিয়ে স্বাগতিকদের সমান পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে আর্জেন্টাইনরা। আর টেবিলের একদম তলানিতে সেলেসাওরা।

ব্রাজিল ও আর্জেন্টিনার হাতে এখনও দুটি করে ম্যাচ বাকি আছে। আগামী ৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। একইদিনে ভেনেজুয়েলার মোকাবিলা করবে ব্রাজিল।

এরপর ১১ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাই চূড়ান্ত পর্বের আগেই যেকোনো এক দলের ঝরে পড়ার শঙ্কা আছে। এমনকি বাদ পড়ার শঙ্কা আছে দুই দলেরই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |