• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
চাকরির সুযোগ দিচ্ছে অলিম্পিক
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভাগের নাম: প্রোডাকশন পদের নাম: অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এমএসসি (নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স/ফুড টেকনোলজি/ফুড ইঞ্জিনিয়ারিং) অভিজ্ঞতা: ২-৪ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: নারায়ণগঞ্জ আবেদনের নিয়ম: আগ্রহীরা Olympic Industries Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আরটিভি/এফআই
১০ নভেম্বর ২০২৪, ০৯:২০

অলিম্পিকের সময় তিনটি আক্রমণের চক্রান্ত ব্যর্থ হয়
অলিম্পিক ও প্যারালিম্পিকে তিনবার আক্রমণের চক্রান্ত হয়েছিল। ফ্রান্স তা থামাতে পেরেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। এর মধ্যে প্যারিসে একটি ইসরায়েলি সংস্থার উপর আক্রমণ এবং ফুটবল ম্যাচ চলার সময় একটি স্টেডিয়ামে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানানো হয়েছে। এ ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী সরকারি আইনজীবী অলিভিয়ার ক্রিস্টেন রেডিও নেটওয়ার্ক ফ্রান্সইনফোকে জানিয়েছেন, গেমস চলাকালেই পাঁচজনকে আটক করা হয়। নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়। কর্তৃপক্ষ ২০২৪ সালে এখনো পর্যন্ত ৯৩৬টি বাড়িতে তল্লাশি চালিয়েছে। গতবছর চালিয়েছিল ১৫৩টি বাড়িতে। সন্ত্রাসীদের পরিকল্পনা নিয়ে যা জানা গেছে ফ্রান্সের একটি স্টেডিয়াম আক্রমণের পরিকল্পনার কথা ফরাসি পুলিশ আগে জানিয়েছিল। তারা ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তারও করে। স্টেডিয়াম প্যারিস থেকে পাঁচশ কিলোমিটার দূরে এবং সেখানে গ্রুপ পর্যায়ের ফুটবল ম্যাচ খেলা হচ্ছিল। ক্রিস্টেন জানিয়েছেন, প্যারিসে ইসরায়েলি প্রতিষ্ঠান বা প্রতিনিধিদের আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট ইসরায়েলি ব্যক্তিত্বকে টার্গেট করা হয়নি। তবে তিনি এই পরিকল্পনার কথা বিশদে জানাননি। ক্রিস্টেন তৃতীয় একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। দক্ষিণপূর্ব ফ্রান্সে দুই ব্যক্তি এই পরিকল্পনা করেছিল। তিনি বলেছেন, ফ্রান্সে অলিম্পিকের সময় ইসরায়েল-হামাস লড়াই এবং ইউক্রেন যুদ্ধ চলছিল। সেসময়ই মূলত জেহাদিরা এই পরিকল্পনা করেছিল। তিনি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে, তার মধ্যে ৮০ শতাংশই জেহাদি। আরটিভি/এএইচ
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬

পদত্যাগ করলেন থিয়েরি অঁরি
১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার থিয়েরি অঁরিকে অলিম্পিক দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ফ্রান্স। প্যারিস অলিম্পিকে লক্ষ্য ছিল সোনার। কিন্তু স্পেনের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই ব্যর্থতায় ফ্রান্সের যুবদলের কোচের পদ ছাড়লেন থিয়েরি অঁরি। যদিও চুক্তি অনুসারে ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার।  থিয়েরি অঁরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।  পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন তিনি।  এক বিবৃতিতে থিয়েরি অঁরি বলেছেন, ‘ফরাসি ফুটবল ও ফিলিপে দিয়ালোকে (সভাপতি) আমার ধন্যবাদ জানাতেই হবে। যারা চমৎকার এই দায়িত্বের ভার আমাকে দিয়েছে। অলিম্পিকে দেশের হয়ে রুপা জেতা আমার জীবনের অন্যতম গর্বের একটি অর্জন হয়ে থাকবে।’
২০ আগস্ট ২০২৪, ১৩:০৯

২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত
কয়েকদিন আগেই ভালোবাসার শহর প্যারিস থেকে পর্দা নেমেছে অলিম্পিকের ৪৮তম আসরের। পরের দুই আসরের আয়োজকও নির্ধারণ করা হয়ে গেছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালে অলিম্পিক আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এদিকে ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  মোদি বলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভালোভাবে জি-২০ বৈঠক আয়োজন করেছে। এতেই প্রমাণ হয়েছে যে, ভারতের বড় মাপের কোনো ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬ এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)। এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। তবে ২০৩৬ অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আহমেদাবাদ। এবারের অলিম্পিকে ভারত ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতেছে।  ভারত এখনও পর্যন্ত ২৬টি অলিম্পিকে অংশ নিয়ে অর্জন করেছেন মোট ৪১টি পদক। এর মধ্যে সোনার পদক ১০টি, রুপা ১০টি ও ব্রোঞ্জ ২১টি।  ২০২১ সালে টোকিও অলিম্পিকে ভারতের প্রাপ্তি ছিল ১টি সোনা, ২টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। 
১৬ আগস্ট ২০২৪, ১৭:৫৪

চীনকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের দলগত চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র
প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৬ জুলাই পর্দা উঠেছিল অলিম্পিক গেমসের ৪৮তম আসরের। এরপর শুরু হয় পদকের লড়াই। শুরু থেকেই পদকের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। তবে শেষ হাসিটা হেসেছে মার্কিনীরা। সেই সঙ্গে চীনকে পিছনে ফেলে দলগত সেরার মুকুট পেয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১১ আগস্ট) মেয়েদের বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। এই ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। তাতে চীনের সমান ৪০টি স্বর্ণ পদক হয় তাদের। তবে রুপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে তারা। এ নিয়ে অলিম্পিকসের টানা চার আসরে পদক তালিকায় সবার উপরে থেকে শেষ করল যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে ৪০ স্বর্ণ, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জ মিলিয়ে ১২৬টি পদক। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি স্বর্ণ, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক। ২০টি স্বর্ণ, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে জাপান। আর স্বাগতিক ফ্রান্স ১৬টি স্বর্ণ, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে। এদিকে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে কেবল পাকিস্তান। বর্শা নিক্ষেপে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম। এই একটি পদক নিয়ে তালিকায় তারা ৬২তম স্থানে আছে। স্বর্ণ না জিতলেও ১টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ জিতে তালিকায় তারা আছে ৭১তম স্থানে ভারত। অন্যদিকে বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকের বিমানে উঠেছিল পাঁচ ক্রীড়াবিদ। যেখানে হতাশ করেছেন সবাই। পদক তো দূরের কথা, কোনো ইভেন্টের সেমিফাইনালও খেলতে পারেননি শুটার রবিউল হাসান, আর্চার মোহাম্মদ সাগর ইসলাম, অ্যাথলেট ইমরানুর রহমান দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের মধ্যে কেউ। 
১২ আগস্ট ২০২৪, ১৩:০১

পর্দা নামতে যাচ্ছে প্যারিস অলিম্পিকের, শীর্ষস্থান ধরে রাখার লড়াই চীনের
প্যারিসের সিন নদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৬ জুলাই পর্দা উঠেছে অলিম্পিক গেমসের ৪৮তম আসরের। এরপর শুরু হয় পদকের লড়াই। ১৫ দিনের পদকের লড়াইয়ের পর এবার পর্দা নামার অপেক্ষায় প্যারিস অলিম্পিক। শেষ দিনের লড়াইয়ের আগে স্বর্ণ জয়ে সবার শীর্ষে রয়েছে চীন। গতকাল (শনিবার) ১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে স্বর্ণ জেতায় চীনকে সবার ওপরে নিয়ে যান কাও ইওয়ান। এ নিয়ে অ্যাকুয়াটিকের আটটি ইভেন্টেই তারা স্বর্ণ জিতেছে, তাও প্রতিটিতেই তাদের দাপট ছিল বড় ব্যবধানে।  অন্যদিকে, একইদিন ছেলেদের বাস্কেটবল, মেয়েদের ফুটবল ও ৪০০ মিটার রিলে স্প্রিন্টে স্বর্ণ জিতে চীনের ঘাড়েই নিশ্বাস ফেলছে আমেরিকানরা। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১২২টি পদক জিতলেও ৯০ টি পদক জয়ী চীনের স্বর্ণ পদক সংখ্যা ৩৯ টি।  যেখানে মার্কিনীদের সোনার পদক ৩৮টি। অপরদিকে ১৮টি স্বর্ণসহ ৫০টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।  সমান স্বর্ণসহ ৪৩টি পদক নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে জাপান। আর স্বাগতিক ফ্রান্স আছে টেবিলের পঞ্চম স্থানে।  ১৬টি স্বর্ণসহ তাদের পদক ৬২টি।  
১১ আগস্ট ২০২৪, ১৬:৫৭

স্বর্ণের আক্ষেপ নিয়েই ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি
প্রায় দেড় যুগ ধরে নারী ফুটবলের শীর্ষস্থানটা আঁকড়ে ধরেছিলেন ব্রাজিলিয়ান তারকা মার্তা ভিয়েরা দ্য সিলভা। ছয়বারের এই বর্ষসেরা ফুটবলারের আক্ষেপ ছিল দেশের হয়ে অলিম্পিকে স্বর্ণ এবং বিশ্বকাপ না জেতার। ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগও পেয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্য তাকে এবারেও হতাশ করেছে। শনিবার (১০ আগস্ট) রাতে পার্ক দ্য প্রিন্সেসে অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল ব্রাজিলের মেয়েরা। এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে সেলেসাওদের। সেই সঙ্গে অলিম্পিকে স্বর্ণ জেতাও অধরাই থেকে গেল মার্তার। আর এই অপূর্ণতা নিয়েই ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেয়েদের ফুটবলের এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। সবশেষ বিশ্বকাপের পর দুই-এক বছরের মধ্যে মেয়েদের ফুটবলে আর বড় কোনো টুর্নামেন্ট নেই। অন্যদিকে মার্তার বয়সটাও রয়েছে ৩৮ এর কোটায়। তাই অলিম্পিক দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের কথা জানিয়েছিলেন মার্তা। তার ক্যারিয়ার ব্যক্তিগত সাফল্য ও রেকর্ডে টইটম্বুর হলেও শেষটা হলো অলিম্পিকে রানার্স আপ হয়ে। আগের দুই ম্যাচ বেঞ্চে বসে দেখা পর, নিজের শেষ ম্যাচেও ছিলেন না শুরুর একাদশে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ কয়েকবার কারিকুরি দেখিয়েছেন মার্তা। তবে সেগুলো গোলে পরিণত করতে পারেননি তিনি।  গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় নক আউটের আগের দুই ম্যাচে ছিলেন না মার্তা। ফাইনালে বদলি নামার পর নেতৃত্বের আর্মব্যান্ডও পরিয়ে দেওয়া হয় তাকে।  ম্যাচ শেষে তার জন্য বরাদ্দ ছিল বড় অভিবাদন। রুপার পদকের জন্য যখন একে একে সবার নাম ঘোষণা করা হচ্ছিল, মার্তার নাম উচ্চারিত হতেই দর্শকদের উল্লাসে গোটা স্টেডিয়াম যেন কেঁপে ওঠে। যা প্রমাণ করে– দলীয় সাফল্যই সব নয়, ব্যক্তিগত জনপ্রিয়তা, আবেদন ও নামের ভার কোনো অংশে কম নয়! বিদায়বেলায় অতীতের স্মৃতি স্মরণ করে মার্তা বলেন, যখন ২০০৪, ২০০৮ সালে রৌপ্যপদক পাই, আমি এখনকার মতো এতটা গর্ববোধ করিনি। কারণ, আরও একটি অলিম্পিক ফাইনালে খেলতে ১৬ বছরের অপেক্ষা করতে হয়েছে। যা ব্রাজিলের কেউ বিশ্বাসও করেনি।  ‘এই পদক সেই গর্ব ফিরিয়ে এনেছে, দেখিয়েছে ব্রাজিলের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে জানে, প্রতিভা আছে এবং তার যথাযথ মূল্যায়ন দরকার।’ অবসর নিলেও, ফুটবল থেকে নিজেকে দূরে রাখবেন না বলেও জানিয়েছেন মার্তা। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই অলিম্পিকে এটি আমার শেষ অংশগ্রহণ, এমনকি বিশ্বকাপ কিংবা কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় আমাকে আর দেখা যাবে কি না সংশয় আছে। কিন্তু কখনই আমি ফুটবল থেকে দূরে থাকব না, এটি নিশ্চিত।  ‘আমি প্রথম ১৮ বছর বয়সে অলিম্পিকে খেলেছি। আর এখন আমি একঝাঁক তারুণ্যে ঘেরা এবং আশা করি আমার সমস্ত লড়াই-সংগ্রাম তাদের সহায়তা করেছে। আমি সেই দিনের দিকে তাকিয়ে যখন ১৪ বছর বয়সে ফুটবলের জন্য ঘর ছেড়েছি, এমন এক খেলার জন্য যা মেয়েদের জন্য উপযুক্ত মনে করা হতো না। এখন সেটি বদলেছে, বাড়তে জনপ্রিয়তাও।’ সুতরাং, পেশাগত ফুটবল ক্যারিয়ার শেষে কোচিংয়ে দেখা যেতে পারে এই কিংবদন্তি ফুটবলারকে। সেই ইঙ্গিতটাই হয়তো দিয়ে রাখছেন তিনি।  
১১ আগস্ট ২০২৪, ১৫:১৯

ব্রাজিলকে হারিয়ে সোনা জিতল যুক্তরাষ্ট্র
অলিম্পিক নারী ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর যুক্তরাষ্ট্র। কিন্তু সেই লড়াইয়ে ফের ব্যর্থ ব্রাজিল, শেষ হাসি হেসেছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলের। ১৯৯৬ সালে মেয়েদের ফুটবল এই ক্রীড়া মহাযজ্ঞে অন্তর্ভুক্তির পর চারবারই শিরোপা জিতেছে মার্কিন মেয়েরা।  শনিবার (১০ আগস্ট) অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।  এবারের আসরের গ্রুপ পর্বে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় তারা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আর পেরে উঠল না তারা। এ নিয়ে তিনবার ফাইনালে উঠে প্রতিবার হারতে হলো ব্রাজিলকে। প্রথমার্ধটা যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছিলেন মার্তারা। প্রথম পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আর আমেরিকাকে আটকে রাখতে পারেনি ব্রাজিলের মেয়েরা। এদিন ৫৭ মিনিটে ম্যালোরি সোয়ানসন কাঙ্ক্ষিত গোলটি এনে দেন যুক্তরাষ্ট্রকে। তার ওই গোলই আনন্দে ভাসিয়েছে মার্কিন মেয়েদের।   
১১ আগস্ট ২০২৪, ০২:৫৪

অলিম্পিকে সোনা জিতেও বিতর্কিত এই নারী তারকা
প্যারিস অলিম্পিকে চীনের ইয়াং লিওকে হারিয়ে নারী বক্সিংয়ে সোনা জিতেছেন আলজেরিয়ার তারকা ইমানে খেলিফ। সোনা জিতে ক্রীড়াজগতে সাড়া ফেলে দেওয়া এই তারকা গত আসরে বহিষ্কার করা হয়েছিলেন। কারণ, স্টোস্টেরন হরমোন লেভেল এবং ডিএনএ টেস্টে ব্যর্থ হয়েছিলেন তিনি। গত ১ আগস্ট ইমানে খেলিফর বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৪৬ সেকেন্ডেই কাঁদতে কাঁদতে ম্যাচ ছেড়েছেন ইতালির অ্যাঞ্জেলা কারিনি। এই ম্যাচ ঘিরে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। প্রশ্ন তোলা হয়েছিল, খেলিফে আসলেই নারী কিনা। অনেকে তাকে নিয়ে নানা মন্তব্য করেন। তবে শুক্রবার (৯ আগস্ট) সোনা নিশ্চিত হওয়ার পর রিংয়ের বাইরে থাকা আলজেরিয়ার নাগরিকরা খেলিফের নাম ধরে চিৎকার করতে থাকে। এসময় আনন্দে জাতীয় পতাকা উড়াতে থাকে। আলজেরিয়ার জাতীয় সংগীত চলাকালে খেলিফের চোখে পানি দেখা যায়। এরপর সংবাদ সম্মেলনে শিরোপা জেতার পরই সেসব মন্তব্যের প্রতিবাদ করেছেন খেলিফ।  তিনি বলেন, ‘আমি নারীদের মতোই একজন নারী। আমি একজন নারী হিসেবে জন্মগ্রহণ করেছি এবং আমি একজন নারী হিসেবে বেঁচে আছি। কিন্তু আমার সাফল্যের পেছনে শত্রু আছে। তারা আমার সাফল্য হজম করতে পারে না।’ খেলিফ বলেন, ‘এটি আমার স্বপ্ন। আমি খুব খুশি। এটি দুর্দান্ত, চমৎকার। ১০ বছর কাজের কারণে আমি ঘুমাতে পারিনি। আমি আলজেরিয়ার সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই। পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। আমি একজন শক্তিশালী নারী।’
১০ আগস্ট ২০২৪, ১২:৫৪

অলিম্পিক ফুটবল / ৩২ বছর পর স্পেনের ছেলেদের স্বর্ণ জয় 
যেন আরেকটি স্বর্ণযুগে পা দিয়েছে স্প্যানিশ ফুটবল। মাত্রই কদিন আগে ইংল্যান্ডকে আক্ষেপে ডুবিয়ে ইউরোর শিরোপা জিতলো স্পেন। এবার ফ্রান্সকে তাদেরই মাটিতে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলের স্বর্ণও জিতে নিলো তারা। ৫–৩ গোলের এই জয়ে ৩২ বছরের স্বর্ণখরা কাটালো স্পেনের গোল্ডেন জেনারেশন।  অলিম্পিক ফুটবলের ফাইনাল ঘিরে প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসের গ্যালারি ছিল কানায় কানায় ভর্তি। জমজমাট এক লড়াই দেখায় আশায় গোটা ফুটবল দুনিয়ার চোখ ছিল এ ম্যাচটার দিকে। আশাহত হতে হয়নি দর্শকদের, বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির দ্বৈরথটা হলো বেশ জমজমাট। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ৩–৩ সমতায় ছিল। তাই খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়ে জোড়া গোল করে স্প্যানিশদের ৩২ বছরের অপেক্ষায় ইতি টানেন সের্হিও কামেয়ো। ম্যাচের শুরুতেই আনন্দে ভাসে স্বাগতিকরা। ম্যাচের ১১তম মিনিটে স্প্যানিশ রক্ষণের এক ভুলের সুযোগে ফ্রান্সকে প্রথম লিড এনে দেয় এনজো মিলট। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্পেনের ছেলেরা। গোল হজমের ৭ মিনিট বাদেই সমতা এনে দেন ফারমিন লোপেজ।  ২৫তম মিনিটে এই লোপেজই স্পেনকে এনে দেন লিড। ৩ মিনিট না যেতেই ফ্রি-কিক থেকে দারুণ আরেকটি গোল ব্যবধান বাড়ান অ্যালেক্স বায়েনা। ৩-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্সের ছেলেরা। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে এসে ফল পায় স্বাগতিকরা। মাগনেস আকলিওচের গোলে ব্যবধান তখন ৩-২। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় ফ্রান্স। স্পটকিক থেকে সমতায় ফেরার সুযোগটি মিস করেননি জেন ফিলিপি মাতেতা।   ৩-৩ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েই ম্যাচের চিত্রপট পাল্টে দেয় বদলি হিসেবে নামা সের্হিও কামেয়ো। জোড়া গোল করে স্প্যানিশ এই ফরোয়ার্ড দলকে এনে দেয় স্বর্ণ জয়ের স্বাদ। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় পায় স্পেন। ছেলেদের অলিম্পিক ফুটবল ইতিহাসে এখন এটাই সবচেয়ে বেশি গোলের (৮) ফাইনাল। এতদিন সর্বোচ্চ গোলের ফাইনাল ছিল ৬ গোলের। সেটাও এক শতাব্দি আগের রেকর্ড। ১৯১২ স্টকহোম অলিম্পিকের ফাইনালে ডেনমার্ককে ৪–২ গোলে হারিয়েছিল সেবার স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন। ৫ গোল করে স্পেনও গড়েছে অনন্য কীর্তি। অলিম্পিক ফুটবলে ছেলেদের ফাইনালে এর আগে কোনো দল এত গোল করতে পারেনি।
১০ আগস্ট ২০২৪, ০২:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়