বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্লে-অফে ওঠার লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অন্যদিকে সিলেটের কাছে এটি কেবলই নিয়মরক্ষার ম্যাচ। সহজ সমীকরণের ম্যাচে কুমিল্লাকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সিলেট।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে সিলেট।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু করেন মাত্র ২ ম্যাচের জন্য বিপিএলে যোগ দেওয়া কেনার লুইস। তবে সমান দুই চার-ছক্কায় ২৫ বলে ৩৩ রানে বিদায় নেন এই ক্যারিবিয়ান।
এরপরই শুরু হয় মূল বিপর্যয়। ১৮ রানে জাকির হাসান ও ১২ রানে টাইগার দলপতি শান্ত সাজঘরে ফেরার পরই চাপে পড়ে সিলেট। এরপর ব্যাট করতে নেমে ইয়াসির আলীও সুবিধা করতে পারেননি। ৫ বলে মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।
পঞ্চম উইকেটে দলের হাল ধরেন বেনি হাওয়েল ও মোহাম্মদ মিঠুন। এরপর ২০ বলে ২৮ রানে ফেরেন অধিনায়ক মিঠুন।
তবে একপ্রান্ত দাঁড়িয়ে রানের চাকা এগিয়ে নেওয়া হাওয়েল ঠিকই ফিফটি তুলে নেন। তার ৬ চার ও ৪ ছক্কার অপরাজিত ৬২ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় সিলেট।
কুমিল্লার হয়ে সুনীল নারাইন ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন।