ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রেকর্ডগড়া সেঞ্চুরি যাকে উৎসর্গ করলেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ১০:৫০ এএম


loading/img
ছবি-সংগৃহীত

ডু অর ডাই ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দরনগরীর দলটির এমন জয়ের দিনে রেকর্ডগড়া সেঞ্চুরিতে বড় অবদান রেখেছেন তানজিদ হাসান তামিম। ১১৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তরুণ এই ওপেনার। 

বিজ্ঞাপন

এদিন বিপিএলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস খেলেন তামিম। আগের ম্যাচে ৭০ রানের পর এবার ১১৬ রানে মারকাটারি ইনিংস খেলেন তিনি। ৮ চারের পাশাপাশি ৮ ছক্কায় সাজান অতিমানবীয় এই ইনিংস। বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার দিনে রান সংগ্রাহকদের শীর্ষস্থানও দখলে নিয়েছেন তিনি।

রেকর্ড সেঞ্চুরির পথে তামিম রান সংগ্রাহকদের শীর্ষস্থানও নিজের করে নিয়েছেন। এই ম্যাচ শেষে ১১ ইনিংসে তার নামের পাশে চলতি বিপিএলে ৩৮২ রান যোগ হয়েছে। 

বিজ্ঞাপন

নিজের এমন সেঞ্চুরি ভাগ্নেকে উৎসর্গ করেছেন তরুণ এই ওপেনার। তার ভাষ্য, আমার ছোট একটা ভাগ্নে আছে। সবসময় ওর সঙ্গে কথা হয়, ম্যাচের আগের দিন মাঠে আসার আগেও। ৬ বললে ৬ দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।

তামিম যোগ করেন, এর আগেও আমি বলছি যে জিনিসটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি দলের জন্য, আমার নিজের সেরাটার দেওয়ার। আমি শুধু আমার জোনের জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমাদের একটা-দুইটা উইকেট পড়ে গিয়েছিল। আমি আর ব্রুস চেষ্টা করেছি সেখান থেকে একটা জুটি গড়ার। আমরা দুইজন ভালোভাবে করতে পেরেছি। আমি সবসময় অপেক্ষা করেছি বাজে বলের জন্য। আমার জোনে যেটা ছিল সেটাতে শট খেলেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |