ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ এপ্রিল ২০২৪ , ০৭:৪৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

বরগুনার পাথরঘাটা উপজেলায় চারটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিজ্ঞাপন

রোববার (৩১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নীলিমা পয়েন্ট এবং তৎসংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথরঘাটা নীলিমা পয়েন্ট নামক এলাকা থেকে চারটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে চামড়াগুলো উপজেলা ফরেস্ট কেস কনজারভেটিভ অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |