• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১
বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ওপর হামলা ও কয়েক শতাধিক গাড়ি পোড়ানোর মামলায় পাথরঘাটা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনকে (৪২) কারাগারে পাঠিয়েছেন বরগুনা আদালত।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার বন বিভাগ অফিসের সামনে থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান।

এনামুল হোসাইন চরদুয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী মাসুম মিয়ার ছেলে।

জানা যায়, ২০২২ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পথিমধ্যে তাদের ওপর হামলা চালিয়ে দুই শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৪ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ওই মামলায় এজাহারভুক্ত আসামি এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমন্বয়ক রাফির ওপর হামলা, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনায় ১৬ নেতাকর্মীকে শাস্তি
চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের ২ অস্ত্রধারী গ্রেপ্তার
হাতীবান্ধায় ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ফিরবে’