পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১১:৩১ পিএম


বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ওপর হামলা ও কয়েক শতাধিক গাড়ি পোড়ানোর মামলায় পাথরঘাটা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হোসাইনকে (৪২) কারাগারে পাঠিয়েছেন বরগুনা আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলার বন বিভাগ অফিসের সামনে থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান।

এনামুল হোসাইন চরদুয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আশ্রাফ আলী মাসুম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২২ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পথিমধ্যে তাদের ওপর হামলা চালিয়ে দুই শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৪ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ওই মামলায় এজাহারভুক্ত আসামি এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission