গত রাতেই শেষ হলো ২০১৮ বিশ্বকাপ ফুটবলের ড্র। এখনো রাশিয়া বিশ্বকাপের মূলপর্বই শুরু হলো না তবে লড়াই শুরু হয়ে গেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হওয়া নিয়ে। আর এ লড়াইয়ে নামছে চার দেশ। ইতোমধ্যেই বিড করার বিষয়টি নিশ্চিত করেছে মরক্কো।
উত্তর আফ্রিকার এই দেশটির সঙ্গে বিডে অংশ নিবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। অতীতে যেভাবে স্বাগতিক দেশ বেছে নেয়া হত এবার সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে বলে ফিফা সূত্রে জানা গেছে।
আগামী বছর রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপেই সর্বশেষ ৩২টি দেশ অংশ নিচ্ছে। এরপর থেকে বিশ্বকাপ ফুটবল হবে ৪৮টি দেশের সমন্বয়ে। গতকাল ছিল বিডে অংশগ্রহণের ঘোষণার শেষ দিন।
২০১৮ সালের ১৬ মার্চ আগ্রহী দেশগুলোর জন্য তাদের প্রার্থীতা যাচাইয়ের বিস্তারিত বিষয় উপস্থাপন করার শেষ সময়। একই বছরের ১৩ জুন নতুন নিয়ম অনুসরণ করেই স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হবে।
সাধারণত এই সিদ্ধান্ত ফিফার কার্যনির্বাহী কমিটিই নিয়ে থাকে। কিন্তু ২০১০ সালে রাশিয়া (২০১৮) ও কাতারকে (২০২২) বিশ্বকাপের স্বাগতিক হিসেবে বেছে নেয়ার পর তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারসহ কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্যের বিপক্ষে দুর্নীতির অভিযোগ ওঠে।
পরবর্তীতে তাদের ক্ষমতা সীমিত করে ফিফা কাউন্সিলের ওপর ছেড়ে দেয়া হয়। মস্কোতে অনুষ্ঠিতব্য ২১১ ফিফা সদস্যভূক্ত দেশগুলোর কংগ্রেসে ভোটের মাধ্যমেই ২০২৬ সালের স্বাগতিক দেশের নাম বেছে নেয়া হবে।
এএ/এ