• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

এশিয়া কাপ প্রস্তুতি : পাঁচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২৪, ২৩:৪৭
বাংলাদেশ
ছবি- বিসিবি

নারীদের এশিয়া কাপ খেলার জন্য আগামী ১৬ জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ২ জুলাই থেকে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করবে নিগার সুলতানা জ্যোতিরা।

সেখানে চলমান নারীদের লিগ থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত ‘বেস্ট অব প্রিমিয়ার লিগ’ দল এবং অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

এ প্রসঙ্গে নারী ক্রিকেটের হেড অব অপারেশন্স হাবিবুল বাশারের দাবি, এই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখেই এশিয়া কাপ ও ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের দল সাজানো হবে।

তিনি যোগ করেন, ‘মেয়েরা এখন প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচ খেলছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ—দুটিই টি-টোয়েন্টি সংস্করণে। আরও কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেললে ভালো হবে। পাশাপাশি এই ম্যাচগুলোতে প্রিমিয়ার লিগের পারফর্মারদেরও দেখার সুযোগ পাব।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালে দুই রুপা জিতলেন বাংলাদেশের জারা
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
প্রেমের টানে বাংলাদেশে কোরিয়ান যুবক, গ্রহণ করলেন ইসলাম ধর্ম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ নভেম্বর)