ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

এখন যা পাব, সবই হবে বোনাস: হাথুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ , ০২:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাড়ি জমানোর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল শেষ আটে খেলা। প্রথমবারের মতো গ্রুপ পর্বে ৩ জয়ে ১৭ বছর পর ফের সুপার এইটে উঠেছে টাইগাররা। তবে এই পর্বেও থাকছে নানান চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া, ভারত ও আফগান পরীক্ষার সামনে পড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার চিন্তায় নিজেদের ব্যস্ত রাখছেন না হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। বরং তার দাবি, সুপার এইটে দল যা জিতবে, তা হলো বোনাস।

বিজ্ঞাপন

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে টাইগাররা। শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে চণ্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে এসেছিলাম সুপার এইটে খেলার লক্ষ্য নিয়ে। আমি মনে করি, দারুণভাবে আমরা ওই লক্ষ্য অর্জন করেছি। বোলাররা আমাদের টুর্নামেন্টে রেখেছে, কন্ডিশনের সুবিধা নিতে পেরেছে।’ 

বিজ্ঞাপন

এদিকে সুপার এইটে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত লঙ্কান এই মাইন্ড-মাস্টার। সুপার এইটে তিন দলকেই চ্যালেঞ্জ জানাতে চান তিনি।

হাথুরুর ভাষ্যমতে, ‘আমরা সুপার এইটে আসতে পেরে খুশি; এখান থেকে যা কিছু প্রাপ্তি, তা হবে বোনাস। সুতরাং আমরা স্বাধীনতা নিয়ে খেলব। গ্রুপের তিন দলকেই আমাদের সেরাটা দিয়ে চ্যালেঞ্জ জানাবো।’ 

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলকে সামলাচ্ছেন হাথুরু। এর আগে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন তিনি। যে কারণে অজি দলের অনেক ক্রিকেটারকে চেনা লঙ্কান এই কোচের। অনেক অজি ক্রিকেটারের শক্তি-দুর্বলতাও জানা তার। তবে সেটা কতটা কাজে আসবে, তা নিয়েও শঙ্কায় তিনি।

বিজ্ঞাপন

লঙ্কান এই কোচের মতে, ‘১২ মাস আগে আমি নিউ সাউথ ওয়েলসে ছিলাম। আমি তাদের অনেককে চিনি। ওরা অসাধারণ খেলোয়াড় এবং নিজেদের ম্যাচ নিয়ে খুবই আত্মবিশ্বাসী। আমরা তাদের শক্তি-দুর্বলতা নিয়ে অনেক কিছুই জানি। এটা খুব বেশি উপকারে আসবে না, তবে নির্দিষ্ট দিনে কন্ডিশন বড় ভূমিকা রাখতে পারে। আমরা কন্ডিশনের সুবিধা নিতে মুখিয়ে আছি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |