ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

স্বপ্নের সেমিফাইনালে হেরে যা বললেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ , ০৫:৫১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে রীতিমত দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে জায়গা করে নেন রশিদ-নবিরা। শেষ আটে ভারতের সঙ্গে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় আফগানরা। এরপর বৃষ্টিবিঘ্নিত শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেন রশিদ খানের দল।

বিজ্ঞাপন

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। তবে ‘চোকার্স’ খ্যাত প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস লিখতে পারেননি আফগানরা। রশিদ-নবিদের স্বপ্ন গুঁড়িয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। 

বৃহস্পতিবার (২৭ জুন) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৭ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। জবাব দিতে নেমে ৬৭ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

এদিকে স্বপ্নের সেমিফাইনালে হারের পর হতাশার গল্প শুনিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘দল হিসেবে এটা আমাদের জন্য এটি কঠিন ছিল। আমরা হয়তো আরও ভালো করতে পারতাম। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই হয়, আপনাকে সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি, তারা সত্যিই ভালো বোলিং করেছে।’

বোলারদের প্রশংসা করে রশিদের মন্তব্য, ‘আমি মনে করি এই টুর্নামেন্টে আমরা ভালো সাফল্য পেয়েছি। কারণ, পেসাররা সত্যিই ভালো বোলিং করেছে। আমি মনে করি, মুজিবের ইনজুরি দুর্ভাগ্য কিন্তু আমাদের পেসাররা; এমনকি নবিও নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে। এটা স্পিনার হিসেবে আমাদের কাজকে সহজ করে দিয়েছে। আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি। এটা আমাদের জন্য মাত্র শুরু, এরপর কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস ও বিশ্বাস আমাদের আছে।’

বিজ্ঞাপন

নিজেদের দক্ষতা ধরে রাখা নিয়ে রশিদের ভাষ্য, আমরা শুধু আমাদের প্রসেস ধরে রাখতে চাই। এটা আমাদের জন্য একটি অভিজ্ঞতা। আমরা জানি আমাদের দক্ষতা আছে, এটি কেবল কঠিন পরিস্থিতি। কিছু কাজ করতে হবে, বিশেষ করে মিডল-অর্ডারে ইনিংসকে বড় করে নিয়ে যেতে হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |