• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

টেস্ট সিরিজ জয়ে মধ্যরাতে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩
ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তাদের এই ঐতিহাসিক সাফল্যে তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাদের অভিনন্দন জানানোর ঘণ্টা ছয়েক পর মধ্যরাতে অভিনন্দন সহকারে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় বিসিবির মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিনন্দন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। রাতে পাঠানো অভিনন্দন বার্তায় অবশ্য বিশেষ কোনো ঘোষণা নেই। ছিল নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের অভিনন্দন জানানো দুটি মন্তব্য।

সভাপতি ফারুককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তার দলকে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। অসম্ভব নিবেদন, কঠোর পরিশ্রমে এই সফলতা এসেছে। তোমরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে জাতিকে গর্বিত করেছ।

অভিনন্দন বার্তা পাকিস্তান থেকে মিডিয়া গ্রুপে দিয়েছেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের
বাবাকে নিয়ে জয়ের আবেগঘন পোস্ট
রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরল চিটাগং কিংস
প্রীতম-এলিটাকে নিয়ে জয়ার নতুন মিশন