ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব, খেলবেন রশিদও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ০৪:৫৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। এর আগে ষষ্ঠ আসরেও আইকন তো বটেই দলটির অধিনায়কও ছিলেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়াও প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। গত আসরে চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এ আফগান লেগ স্পিনার।

এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে সাকিব-রশিদ ছাড়াও খেলবেন ইফতেখার আহমেদ, লাইম লিভিংস্টোন এবং হযরতুল্লাহ জাজাই।

বিজ্ঞাপন

পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। তৃতীয় আসরে প্রথমবার খেলতে নেমে টেবিলের তিনে থেকে শেষ করে তারা। সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফলতা।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এরপরই বিপিএলে যোগ দিতে পারেন সাকিব আল হাসান।

আরটিভি/ এমএসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |