ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘ডাবলে’ একমাত্র মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ , ০৪:৫৭ পিএম


loading/img
ছবি-বিসিবি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে-বলে পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে দল ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে সবার থেকে এগিয়েছিলেন তিনি। এবার মিরপুর টেস্টেও খারাপ সময়ে দলের হাল ধরেছেন এই টাইগার অলরাউন্ডার। তৃতীয় দিন শেষে ৮৭ রানে অপরাজিত রয়েছেন মিরাজ।

বিজ্ঞাপন

সেই সঙ্গে চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ পেয়েছেন এই ডান হাতি ক্রিকেটার। বুধবার (২৩ অক্টোবর) ৯৪ বলে ফিফটি তুলে নেন মিরাজ। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে ৫০০ রান ছাড়িয়ে গেছেন তিনি। 

আর ভারত সফরেই  এই চক্রে নিজের ৩০ উইকেট পূরণ করেন তিনি। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২০২১ চক্রে এই রেকর্ড গড়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ১৩৩৪ রানের সঙ্গে নিয়েছিলেন ৩৪ উইকেট। 

বিজ্ঞাপন

২০২১-২০২৩ চক্রেও এই ‘ডাবলে’ নাম ছিল স্টোকসের। তিনি ৯৭১ রানের পাশাপাশি নিয়েছিলেন ৩০ উইকেট। সেবার ভারতের রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছিলেন।

কিন্তু চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৫০০ রান ও ৩০ উইকেট নিয়েছেন শুধু মিরাজই। শুধু তাই নয়, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এবং উইকেটও মিরাজের। 

৯ ম্যাচ খেলা ৪৭৮ রান করা মুমিনুল হক আছেন মিরাজের পর। ১৮ ম্যাচ খেলে ১৭১২ রান করে এবারের চক্রের সর্বোচ্চ রান সংগ্রাহক জো রুট। এ ছাড়াও মুশফিকুর রহিম (৪৫২) ও নাজমুল হোসেন শান্ত করেছেন ৪৩৮ রান।

বিজ্ঞাপন

অন্যদিকে বোলিংয়ে ৬ ম্যাচে ২৪ উইকেট নিয়ে মিরাজের পর আছেন তাইজুল ইসলাম। বোলারদের মধ্যে ১১ ম্যাচে ৫৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। 

বিজ্ঞাপন

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |