• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আইপিএলের মেগা নিলাম থেকে কোন ফ্র্যাঞ্চাইজি কতজনকে দলে নিতে পারবে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:১৭
আইপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

আইপিএলের ১৮তম আসরের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নতুন করে দল গোছাতে হবে। কারণ, এই টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যা অনুষ্ঠিত হবে চলতি মাসেই। তার আগে সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পেয়েছে দলগুলো। ইতোমধ্যে আয়োজকদের কাছে রিটেইন লিস্ট জমা দিয়েছে দলগুলো।

আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন আসরের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জনকে রিটেইন এবং সব মিলিয়ে ২৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। সেই হিসেবে এবারের মেগা নিলামে দল পেতে যাচ্ছে আরও ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে ৭০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।

মেগা নিলামের আগে সবচেয়ে বেশি ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। সেই হিসেবে আরও ১৯ জন ক্রিকেটারকে দলে ভিড়াতে পারবে এই দুই ফ্র্যাঞ্চাইজি।

আসুন এক নজরে দেখে নিই মেগা নিলামে কোন দল কতজনকে দলে নিতে পারবে।

কলকাতা নাইট রাইডার্স

সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে আরও ১৯ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ থাকছে শাহরুখ খানের দলের সামনে। সেই ১৯ জনের মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ৬ জন।

রাজস্থান রয়্যালস

কলকাতার মতো রাজস্থানও ছয়জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। যার মধ্যে পাঁচ জন ভারতীয় এবং এক জন বিদেশি। রাজস্থান কর্তৃপক্ষ নিলামে আরও ১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। তবে সাত জনের বেশি বিদেশি ক্রিকেটারকে নিতে পারবেন না তারা।

সানরাইজার্স হায়দরাবাদ

আগামী তিন আসরের জন্য পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে গত আসরের রানার্স আপ হায়দরাবাদ। যার মধ্যে দুইজন ভারতীয় এবং তিনজন বিদেশি ক্রিকেটার। ফলে নিলামে পাঁচ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবেন কাব্য মারানেরা। সব মিলিয়ে আরও ২০ জন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে হায়দরাবাদ কর্তৃপক্ষের সামনে।

চেন্নাই সুপার কিংস

একজন বিদেশিসহ পাঁচজন ক্রিকেটারকে রেখে দিয়েছে চেন্নাই। নিলামে আরও ২০ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটির কাছে। সর্বোচ্চ সাত জন বিদেশি ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবেন চেন্নাই কর্তৃপক্ষ।

পাঞ্জাব কিংস

আইপিএলের ১০টি দলের মধ্যে নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে পঞ্জাব কিংসের। শুধু দু’জন ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। নিলাম থেকে আট জন বিদেশিসহ ২৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে প্রীতি জিনতার দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ২২ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে বেঙ্গালুরুর। কারণ তিনজন ভারতীয় ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ। ফলে সর্বোচ্চ আট জন বিদেশি ক্রিকেটারকেই নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, আরও ১৪ জন ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের।

দিল্লি ক্যাপিটালস

আইপিএলের নিলাম থেকে ২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে দিল্লি। তারা একজন বিদেশি-সহ চারজন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিয়েছে। নিলামে দিল্লি কর্তৃপক্ষ আরও সাতজন বিদেশি ক্রিকেটারকে নেওয়ারও সুযোগ পাবেন। ভারতীয় ক্রিকেটার নিতে পারবেন ১৩ জন।

মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের আরেকটি সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। সকলেই ভারতীয় ক্রিকেটার। তাই নিলাম থেকে সর্বোচ্চ আট জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ারই সুযোগ রয়েছে মুম্বই কর্তৃপক্ষের সামনে। সব মিলিয়ে ২০ জন ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবে আম্বানি পরিবারের দলটি।

গুজরাট টাইটান্স

একজন বিদেশি-সহ পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে গুজরাট টাইটান্স। ফলে নিলাম থেকে ২০ জন ক্রিকেটারকে নিতে পারবেন তারা। যেখানে বিদেশি থাকবেন সাতজন।

লখনৌ সুপার জায়ান্টস

গুজরাট টাইটান্সের মতো লখনৌও একজন বিদেশিসহ পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। ফলে নিলাম থেকে ২০ জন ক্রিকেটারকে নিতে পারবেন তারা। যেখানে বিদেশি থাকবেন সাতজন।

সুতরাং, এবারের আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছাতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তা অনেকটাই নিশ্চিত।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিঠুন
কলকাতার সাংবাদিক ময়ূখের আহত ছবিগুলো নিয়ে যা জানা গেল
প্রথম ম্যাচে টাইগাররা পেল ভারতকে, ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান
প্রতারণার মামলা নিয়ে যা বললেন ভারতীয় ক্রিকেটার উথাপ্পা