আফগানিস্তান সিরিজে দল ঘোষণার পর ৩ ক্রিকেটারের রহস্যময় পোস্ট
আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামবে টাইগাররা। তবে আসন্ন এই সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় এবং শেখ মেহেদীর। এর মাঝেই ফেসবুকে রহস্যময় পোস্ট করেছেন এই তিন ক্রিকেটার।
গতকাল (শুক্রবার) আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও ওপেনার লিটন কুমার দাসের। ইনজুরির কারণে নেই তানজিম সাকিবও। তবে আফগানিস্তান সিরিজ দিয়ে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেছেন নাসুম আহমদে ও নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
অনেকেই ভেবেছিলেন সাকিবের অনুপস্থিতিতে ওয়ানডে দলে সুযোগ পাবেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু ওয়ানডে দলে জায়গা হয়নি তার। দল ঘোষণার এক ঘণ্টার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তাইজুল।
সেখানে পাঁচটি ইমোজি ব্যবহার করেছেন তাইজুল, যার মধ্যে দুইটি হাসির এবং তিনটি হাততালি দেওয়ার ইমোজি রয়েছে। যদিও এমন পোস্টের ব্যাখ্যায় কিছুই উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!
তাইজুলের পর নিজেদের পোস্টে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন এনামুল হক বিজয়ও। বিজয় একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।
অন্যদিকে শেখ মাহেদী তার পোস্টে মুখ বন্ধ রাখার চারটি ইমোজি যুক্ত করেছেন। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। ম্যাচের তারিখ জানা গেলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
আরটিভি/এসআর
মন্তব্য করুন