বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
শীর্ষস্থান হারালো ভারত, ফাইনালে উঠতে দিতে হবে কঠিন পরীক্ষা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ দুটি চক্রে ফাইনাল খেলেও শিরোপা ঘরে তুলতে পারেনি ভারত। এবারও ফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন রোহিত-কোহলিরা। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে বিপাকে পড়েছে আকাশী-নীলরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে টেবিলের শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে এসেছে ভারত।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামার আগে ভারতের পয়েন্ট ছিল ৬২.৮২ শতাংশ। কিন্তু কিউইদের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে। তাই ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৫৫.৫৬ শতাংশ তিন রয়েছে শ্রীলঙ্কা এবং চতুর্থ স্থানে রয়েছে ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট অর্জন করা নিউজিল্যান্ড।
ফলে টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে উঠতে কঠিন পরীক্ষা দিতে হবে ভারতকে। আর মাত্র তিন সপ্তাহ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যেখানে ফাইনালের সমীকরণ মেলাতে হলে ভারতকে সিরিজ জিততে হবে ৪-০ ব্যবধানে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এই সমীকরণ মেলানো রোহিত-কোহলিদের জন্য খুবই কঠিন।
এই সমীকরণ না মেলাতে পারলে ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। কারণ, অস্ট্রেলিয়া সিরিজের পর আর কোনো ম্যাচ পাবে না ভারত। অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা পয়েন্ট খোয়ালে ভারত টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে।
এক নজরে দেখে নেন কোন দলের কত ম্যাচ বাকি
ভারত : অস্ট্রেলিয়া (অ্যাওয়ে ৫)
অস্ট্রেলিয়া : ভারত (হোম ৫) এবং শ্রীলঙ্কা (অ্যাওয়ে ২)
শ্রীলঙ্কা : দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে ২) এবং অস্ট্রেলিয়া (হোম ২)
নিউজিল্যান্ড : ইংল্যান্ড (হোম ৩)
দক্ষিণ আফ্রিকা : শ্রীলঙ্কা (হোম ২) এবং পাকিস্তান (হোম ২)
ইংল্যান্ড : নিউজিল্যান্ড (অ্যাওয়ে ৩)
পাকিস্তান : দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে ২) এবং ওয়েস্ট ইন্ডিজ (হোম ২)
বাংলাদেশ : ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে ২)
ওয়েস্ট ইন্ডিজ : বাংলাদেশ (হোম ২) এবং পাকিস্তান (অ্যাওয়ে ২)
আরটিভি/এসআর
মন্তব্য করুন